রাজ্যের সরকারি ও বেসরকারি ডাক্তারি পড়ুয়াদের নিয়ে ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট শুরু!ছুরি কাঁচি ট্যাথিসস্কোপ ছেড়ে এবার রাজ্যের সরকারি ও বেসরকারি ডাক্তারি পড়ুয়াদের নিয়ে ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট হচ্ছে হলদিয়ায়। তিন দিনের এই টুর…
রাজ্যের সরকারি ও বেসরকারি ডাক্তারি পড়ুয়াদের নিয়ে ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট শুরু!
ছুরি কাঁচি ট্যাথিসস্কোপ ছেড়ে এবার রাজ্যের সরকারি ও বেসরকারি ডাক্তারি পড়ুয়াদের নিয়ে ইন্টার কলেজ ভলিবল টুর্নামেন্ট হচ্ছে হলদিয়ায়। তিন দিনের এই টুর্নামেন্টের আয়োজক হলদিয়া ইন্সটিটিউট অব ডেন্টাল সায়েন্সেস এন্ড রিসার্চ(হিডসার)। ১০ই নভেম্বর সোমবার সন্ধেয় হলদিয়া ডেন্টাল কলেজ বা হিডসার আয়োজিত 'ব্লিটজ ২০২৫' ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ও আইকেয়ার শিক্ষা সংস্থার চেয়ারম্যান ডঃ লক্ষ্মণ শেঠ। রাজ্যের ৯টি কলেজের ডাক্তারি, হেল্থ সায়েন্স ও ফার্মাসি পড়ুয়াদের নিয়ে বালুঘাটায় বিসি রায় হাসপাতালের পাশে ডেন্টাল কলেজ ময়দানে রাতদিনের ওই টুর্নামেন্ট শুরু হয়েছে। এসএসকেএম, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল, হলদিয়া মেডিকেল, হলদিয়া ইন্সটিটিউট অব ফার্মেসি, হলদিয়া ডেন্টাল কলেজ সহ ৯টি কলেজের টিম টুর্নামেন্টে অংশ নিয়েছে। এদিন রঙিন আতশবাজির রোশনাইয়ে টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনে ছিলেন আইকেয়ারের সম্পাদক আশিস লাহিড়ি, সংস্থার ভাইস চেয়ারম্যান সায়ন্তন শেঠ, ডেন্টাল কলেজের ডিরেক্টর উত্তম সেন প্রমুখ। উদ্বোধক বলেন, আইকেয়ারের সংস্থা হলদিয়া মেডিকেল কলেজ কয়েকদিন আগেই বড়মাপের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল ডাক্তারি পড়ুয়াদের নিয়ে। এবার ডেন্টাল কলেজের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট হচ্ছে সরকারি ও বেসরকারি কলেজের পড়ুয়াদের নিয়ে। তিনি বলেন পড়ুয়াদের মধ্যে খেলাধুলোর চর্চা রাখতেই এধরনের টুর্নামেন্ট হচ্ছে। এর মাধ্যমে শুধু খেলাধুলো নয়, বিভিন্ন কলেজের পড়ুয়াদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে। বৃহত্তর সমাজ বিকাশে এই সম্পর্ক আগামীতে কাজে লাগবে। এদিন তিনি উদ্বোধনের পর খেলোয়াড়দের উৎসাহিত করতে ঠাণ্ডার মধ্যেই প্রায় ঘণ্টাখানেক খেলা দেখেন। কলেজের ডিরেক্টর বলেন, প্রথম বছর ডেন্টাল কলেজের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট হচ্ছে। পরেরবার আরও বড় আকারে টুর্নামেন্ট হবে। টুর্নামেন্ট আয়োজক কমিটির চিকিৎসক পড়ুয়া মণিময় মহাপাত্র, সোহম পাল, এনামুল কবীর বলেন, মাঠে খেলা দেখার জন্য জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। এছাড়া পড়ুয়াদের খেলা দেখার জন্য তাঁবু তৈরি করা হয়েছে। প্রথম দিনই খেলা দেখতে মাঠে ভিড় হয়েছে স্থানীয়দের। অনলাইনেও খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এদিন প্রথম ম্যাচে এসএসকেএম ২-০ ফলাফলে হিডসারকে হারিয়েছে। শুরু থেকে টুর্নামেন্ট ঘিরে মাঠে ব্যাপক উন্মাদনা রয়েছে।
No comments