বন্ধুকে খুনের দায়ে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ!পুত্রহারা মায়ের কান্না আদালত চত্বরে ভারী হয়ে উঠল খুনির আরো কঠোর শাস্তি দাবি চেয়ে ছিলেন তবুও আদালত যে শাস্তি দিয়েছেন তাতেই সন্তুষ্ট হলেন পুত্র হারা মা।বন্ধুকে কোদাল দিয়ে …
বন্ধুকে খুনের দায়ে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ!
পুত্রহারা মায়ের কান্না আদালত চত্বরে ভারী হয়ে উঠল খুনির আরো কঠোর শাস্তি দাবি চেয়ে ছিলেন তবুও আদালত যে শাস্তি দিয়েছেন তাতেই সন্তুষ্ট হলেন পুত্র হারা মা।
বন্ধুকে কোদাল দিয়ে নৃশংসভাবে খুনের পর গোডাউনে জ্বালানি কাঠের মধ্যে দেহ লুকিয়ে রেখেছিল ধৃত যুবক উড়িষ্যার মনোরঞ্জন দাস। ২০২০ সালের ১৩ মার্চ দুর্গাচক থানার তালপুকুর এলাকার ওই হাড়হিম করা খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল সমগ্র হলদিয়ায়। তালপুকুর এলাকায় ঘরভাড়া নিয়ে ওই যুবক ইডলি, ধোসার দোকান চালাত। সঙ্গে দু'জন কর্মচারীও রেখেছিল। মঙ্গোলিয়া ও কালিয়া নামে ওই দুই কর্মচারীর বাড়িও উড়িষ্যায়। হলদিয়ার স্থানীয় যুবক সুজয় সাঁতরা প্রায়ই মনোরঞ্জনের দোকানে যেতেন। সেই থেকেই পরস্পরের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। ঘটনার দিন রাত সাড়ে ৯টা নাগাদ সুজয় মনোরঞ্জনের ভাড়াবাড়িতে যান। সেখানেই তাঁকে কোদাল দিয়ে নৃশংসভাবে খুন করা হয়। সেই খুনের ঘটনায় সোমবার আজ দশ না কেন ১০ই নভেম্বর সাজা ঘোষণা করা হয়েছে। এদিন আইনজীবী সৌমেন কুমার দত্ত বলেন, ধৃত যুবককে ২০ বছরে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একবছর অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেন হলদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সত্যজিৎ মাইতি।

No comments