Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের শিক্ষা সেলের নেতাও বি এল ও রাজনৈতিক যোগ নিয়ে সরব বিজেপি,

তৃণমূলের শিক্ষা সেলের নেতাও বি এল ও রাজনৈতিক যোগ নিয়ে সরব বিজেপি!এবার সুতাহাটার এক BLO র রাজনৈতিক যোগ নিয়ে সরব বিজেপি। ওই বিএলওকে সরাতে বিডিওর কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আনন্দময় অধিকারী। আনন্…

 

তৃণমূলের শিক্ষা সেলের নেতাও বি এল ও রাজনৈতিক যোগ নিয়ে সরব বিজেপি!

এবার সুতাহাটার এক BLO র রাজনৈতিক যোগ নিয়ে সরব বিজেপি। ওই বিএলওকে সরাতে বিডিওর কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আনন্দময় অধিকারী। আনন্দময় অধিকারীর  অভিযোগ, সুতাহাটার জয়নগর এলাকার ১০৭ নম্বর বুথের বিএলও সৌরভ বেরা তৃণমূল কংগ্রেসের সাথে সরাসরি যুক্ত। প্রাথমিক শিক্ষক সৌরভ বেরা বুথের প্রাক্তন যুব সভাপতিও বটে, বর্তমানে তিনি তৃণমূল শিক্ষক সেলের নেতা। বিজেপির তরফে এই সংক্রান্ত কয়েকটি ছবিও সামনে আনা হয়েছে। অবিলম্বে এই সৌরভ বেরাকে দায়িত্ব থেকে সরাতে সুতাহাটার বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে,আনন্দময় অধিকারী আরো বলেন দায়িত্বপ্রাপ্ত বি এল ও সৌরভ বেরা শাসকদলের সাথে যুক্ত থাকার কারণে ওনার প্রতি এলাকার মানুষের অনিহা রয়েছে,কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বি এল ও হিসেবে কাজ করতে পারবেননা।তিনি সঠিক ভাবে কাজ করবেন না,কাজ করলে শাসকদলের হয়ে পক্ষপাতদুষ্ট কাজ করবেন এমনটাই অভিযোগ এনেছেন তিনি ।তবে অভিযুক্ত বিএলও সৌরভ বেরার বক্তব্য, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি। আমি যে কোনো রাজনৈতিক দল করতেই পারি। আমি তৃণমূল দল করি, তৃণমূলের শিক্ষা সেলের সাথে যুক্ত।কোন জনপ্রতিনিধি বি এল ও হতে পারবেন না। কিন্তু তৃণমূল করলে বি এল ও হতে পারবে না এটা কোথায় বলা রয়েছে?

আর এই ই্যসুতে ওই বিএলও-এর পাশে দাঁডিয়েছেন স্থানীয়  তৃণমূল নেতৃত্ব। সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি তুষার মাইতির বক্তব্য, বিজেপি মানুষের উন্নয়নের পাশে নেই।সৌরভ বেরা  তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী নন। উনি যেকোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন, এতে দোষের কি? আর বিজেপি মানুষের পাশে থাকেনা, শুধু এমন অভিযোগ তারা করে থাকেন।

পুরো ব্যাপার নিয়ে শুরু রাজনৈতিক তরজা

No comments