রাজ্যব্যাপী "ছবি আঁকা" প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হলদিয়া মহকুমার অন্তর্গত পুনর্বাসন বিদ্যানিকেতনে।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- এর উদ্যোগে শিশু কিশোর আকাদেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত…
রাজ্যব্যাপী "ছবি আঁকা" প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হলদিয়া মহকুমার অন্তর্গত পুনর্বাসন বিদ্যানিকেতনে।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- এর উদ্যোগে শিশু কিশোর আকাদেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত রাজ্যব্যাপী "ছবি আঁকা" প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পূর্ব মেদনীপুর জেলা শাসক অফিস গৃহে এবং হলদিয়া মহকুমার অন্তর্গত পুনর্বাসন বিদ্যানিকেতনে।
দুটি বিভাগে প্রতিযোগিতা হয়েছিল যার বিষয় "আমার বাংলা" ।বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অভিষেক নন্দী ও শ্রী সুদীপ মাইতি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার মাননীয় উপ-শাসক ও উপ-সমাহর্তা শ্রী কৌশিক ব্যাণার্জী । জেলা দুই প্রান্তে প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
দুই বিভাগে স্থানাধিকারীদের নাম যথাক্রমে:
*ক বিভাগ*
১। শুভম মন্ডল: দ্বারিবেড়িয়া জুনিয়র বেসিক স্কুল
২। অন্বেষা দাস: মাদার টেরেসা লায়ন্স স্কুল
৩। রনজিৎ দাস: রামকৃষ্ণ শিক্ষা নিকেতন
*খ বিভাগ*
১। সঞ্চিতা দাস: সাপুয়া হাই স্কুল (উঃমাঃ)
২। স্বপ্ননীল মিশ্র: হলদিয়া গভর্মেন্ট স্পনসর্ড হায়ার সেকেন্ডারি স্কুল
৩। অনিকেত সাহু: মহিষাদল রাজ হাই স্কুল
দুই বিভাগ মিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ১৭১।


No comments