ছাপা কারখানায় আগুন চাঞ্চল্য শিল্প শহরে!শিল্প শহরে বিভিন্ন সময় বাজারে আগুনের লেগেছে আমরা দেখতে পেতাম বিশেষ করে ঝুপড়ি এলাকায়। কোথাও বা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে অথবা স্টসার্কিট হয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ব্রজলাল চক হাই রোড হল…
ছাপা কারখানায় আগুন চাঞ্চল্য শিল্প শহরে!
শিল্প শহরে বিভিন্ন সময় বাজারে আগুনের লেগেছে আমরা দেখতে পেতাম বিশেষ করে ঝুপড়ি এলাকায়। কোথাও বা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে অথবা স্টসার্কিট হয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ব্রজলাল চক হাই রোড হলদিয়ার প্রবেশদ্বার বাপুজী মার্কেট একটি ছাপা কারখানা রয়েছে। প্রতিদিনের মতো রাতে কারখানা বন্ধ করে বাড়ি গিয়েছিলেন এবং পরের দিন সকালে অর্থাৎ আজ দশটার সময় আসবে প্রস্তুত হচ্ছিলেন কিন্তু বাজার মানুষজন খবর দেয় তার কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তৎক্ষণা ৎ দমকল বিভাগে খবর দেয় আগুন নেভানোর চেষ্টা করেও ওই এলাকার মানুষ। ঘটনাস্থলে পৌঁছে পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগের একটি ইঞ্জিন এবং স্থানীয় মানুষের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিমলা এন্টারপ্রাইজ ছাপা কারখানার মালিক বিজয় কৃষ্ণ ভূঁইয়া বলেন বহু দরকারি কাগজপত্র এছাড়া কম্পিউটার এবং ফ্লেক্সের মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এই ঘটনায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।

No comments