হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকা সমবায় সপ্তাহ উদযাপন!সারাদেশ জুড়ে চলছে 72 তম সমবায় সপ্তাহ উদযাপন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমবায়ের নিয়ে জামবেড়িয়া সমবায় সমিতির অফিসে উদযাপিত হল সমবায় সপ্তাহ উদ…
হলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকা সমবায় সপ্তাহ উদযাপন!
সারাদেশ জুড়ে চলছে 72 তম সমবায় সপ্তাহ উদযাপন। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমবায়ের নিয়ে জামবেড়িয়া সমবায় সমিতির অফিসে উদযাপিত হল সমবায় সপ্তাহ উদযাপন। প্রায় ১৫০ জন প্রতিনিধি এই সমবায় সপ্তাহ উদযাপনে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ব্রজলাল চক সমবায় সমিতির সম্পাদক মিহির দাস তমলুক রেঞ্জ সিডিও সৌম্য জানা উপস্থিত ছিলেন ডাইরেক্টর জয়দেব পাল, উপস্থিত ছেলের হলদিয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ঘোড়াই প্রধান সহসভাপতি শ্রীকান্ত মাইতি প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দাস প্রমূখ।
No comments