Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মধুর মিলন - সবুজ চক্রবর্তী

মধুর মিলন - সবুজ চক্রবর্তী 
ইংরাজী অক্ষর সাতটিনিয়ে  পঠিত শব্দ ফিচার একই অক্ষর নিয়ে  হয়েছে  শব্দ ফিটার এই দুটি শব্দের সমায়ে হয়েছে মধুর মিলন অদৃষ্টের পরিহাস এং সকলের জীবন সরকারের কত খরচ সে পড়াষনায় একবারও কী ভেবে দেখেছে শিক্ষক স…

 



মধুর মিলন - সবুজ চক্রবর্তী 


ইংরাজী অক্ষর সাতটিনিয়ে  পঠিত শব্দ ফিচার 

একই অক্ষর নিয়ে  হয়েছে  শব্দ ফিটার

 এই দুটি শব্দের সমায়ে হয়েছে মধুর মিলন

 অদৃষ্টের পরিহাস এং সকলের জীবন

 সরকারের কত খরচ সে পড়াষনায় 

একবারও কী ভেবে দেখেছে শিক্ষক সম্প্রদায়, 

টাকার বিনিময়ে শিক্ষা বিক্রি অনেক করছে।

 ধীরে ধীরে তারাই এখন- ছাঁটাই ক্রমশ হচ্ছে। 

আগের শিক্ষককে সম্মান-করেছে সবাই

 ছাত্র-ছাত্রী ভক্তিযোগে প্রণাম করত/সবাই।

 বর্তমানে ছাঁটাই শিক্ষকে সাধারণ মানুষ বলছে। 

স্বার্থপর-আত্মকেন্দ্রিক হয়ে-চোখের জল ফেলছে।

No comments