Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিকাশী খাল সংস্কারের কাজ শুরু সহ ৬ দফা দাবিতে এসডিও অফিসে স্মারকলিপি!

নিকাশী খাল সংস্কারের কাজ শুরু সহ ৬ দফা দাবিতে এসডিও অফিসে স্মারকলিপি!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: বোরো চাষ ক্ষতিগ্রস্ত না করে অবিলম্বে  দেহাটী,সোয়াদিঘী,জঁফুলি,দেনান,গাজই প্রভৃতি নিকাশী খাল ও নিউ কাঁসাই এবং রূপনারায়ন নদীর পূর্ব …



 নিকাশী খাল সংস্কারের কাজ শুরু সহ ৬ দফা দাবিতে এসডিও অফিসে স্মারকলিপি!

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: বোরো চাষ ক্ষতিগ্রস্ত না করে অবিলম্বে  দেহাটী,সোয়াদিঘী,জঁফুলি,দেনান,গাজই প্রভৃতি নিকাশী খাল ও নিউ কাঁসাই এবং রূপনারায়ন নদীর পূর্ব মেদিনীপুর জেলার অংশের সংস্কারের কাজ শুরু সহ ৬ দফা দাবীতে সেচ দপ্তরের পাঁশকুড়া এস ডি ও অফিসে স্মারকলিপি পেশ বন্যা প্রতিরোধ কমিটির 

আগামী বোরো চাষ ক্ষতিগ্রস্ত না করে অবিলম্বে  দেহাটী,সোয়াদিঘী,জঁফুলি,দেনান,গাজই প্রভৃতি  নিকাশী খাল ও নিউ কাঁসাই এবং রূপনারায়ন নদীর পূর্ব মেদিনীপুর জেলার অংশ পূর্ণ সংস্কারের কাজ শুরু সহ ওই সংক্রান্ত ৫ দফা দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে আজ সেচ দপ্তরের পাঁশকুড়া এস ডি ও অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন কমিটির জেলা কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,কৃষক সংগ্রাম পরিষদের সহকারী সভাপতি কার্তিক হাজরা,সহকারী সম্পাদক সুদর্শন খাটুয়া,দেবাশীষ সাঁতরা প্রমুখ। 

দাবীগুলির মধ্যে অন্যতম হল-১) মাঠের জল নেমে গেলেই সোয়াদিঘী খালের কোলাঘাট ব্লক এলাকার অংশ সংস্কারের কাজ শুরু ২) বোরো চাষ ক্ষতিগ্রস্ত না করে দেহাটী,খড়িচক,দেনান সহ সমস্ত নিকাশী খাল সংস্কারের কাজ অবিলম্বে শুরু করে আগামী বর্ষার পূর্বেই শেষ,অতি সত্বর দেনান ও দেহাটি খালের সংযুক্তি ঘটিয়ে দেনান-দেহাটি ড্রেনেজ প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ,নিউ কাঁসাই এর ময়না রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়ার শ্যামপুর পর্যন্ত ও রূপনারায়ন নদের কোলাঘাট ব্লক এলাকার সম্পূর্ণ অংশ পূর্ণ সংস্কার, এক্ষেত্রে নদী ও খাল সংস্কারের পাশাপাশি নদী ও খালের বাঁধগুলিও শক্তপোক্ত করে নির্মাণ। খালগুলিতে যে যে স্থানে কংক্রিটের ব্রীজ নির্মাণ শুরু হয়েছে বা হবে তা দ্রুততার সঙ্গে সম্পন্ন করা। 

৩) দ্রুততার সাথে সোয়াদিঘী,দেহাটি ও দেনান লকগেট তোলা-ফেলার জন্য বৈদ্যুতিকীকরনের কাজ শুরু  

৪) নিকাশী খালের ভেতর অবৈধ নির্মাণ বন্ধে তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ,দেহাটি ও টোপা ড্রেনেজ নিকাশী খালের জলস্তরের কাছে থাকা পি এইচ ই'র পাইপ লাইন বাঁধ বরাবর উঁচুতে তোলার বন্দোবস্ত। 

৫) দ্রুত সেচ দপ্তরের উপরোক্ত বিষয়গুলিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য সেচ দপ্তরের তমলুক-পাঁশকুড়া-১ ও ২ সাব ডিভিশনের এস.ডি.ও./কোলাঘাটের বিডিও সহ আমাদের কমিটির প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ব্লকে বৈঠকের বন্দোবস্ত। 

এসডিও সুমিত কুমার দাস দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 



No comments