Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনামিল মিলন

অনামিল মিলন সবুজ চক্রবর্ত্তী
ইংরাজী অমর তিনটি নিয়ে গঠিত গড একই অক্ষর নিয়ে হয়েছে শব্দ ডগ্।ঈশ্বর আর কুকুরের সাথে- মধুরর্মিলন মহাপ্রস্থানের পথে পঞ্চপাণ্ডব না র্গিয়ে কুকুরের গমন। ধর্মরাজ ছদ্ধ বেশে কুকুর হয়ে পথ দেখা পায়।ডগকে উল্টে দ…

 


অনামিল মিলন সবুজ চক্রবর্ত্তী


ইংরাজী অমর তিনটি নিয়ে গঠিত গড

 একই অক্ষর নিয়ে হয়েছে শব্দ ডগ্।

ঈশ্বর আর কুকুরের সাথে- মধুরর্মিলন

 মহাপ্রস্থানের পথে পঞ্চপাণ্ডব না র্গিয়ে কুকুরের গমন।

 ধর্মরাজ ছদ্ধ বেশে কুকুর হয়ে পথ দেখা পায়।

ডগকে উল্টে দিলে- গড হয় তখন।

  রাস্তার ধারে -কুকুর শুয়ে আছে আরামে পথের মানুষ উল্টে দিয়ে বারে বারে প্রণাম করে।

পথচলতি মানুষ বলছে- দেখ দেখ পাগল।

 অনেকে বলছে সত্যিই পাগল আর ছাগল।


পাগল তখন বলছে- উল্টে দিলে ভগবান 

কুকুরকে সেবা করলে- ঈশ্বরলাভের সমান, 

জীবকে প্রেমের বিনিময়ে-সেবা করতে থাকুন 

আজীবন নিরোগ হয়ে-সুস্থ শবলে বাঁচুন।

No comments