কলিকাতার পর রাজ্যে দ্বিতীয় অত্যাধুনিক অপারেশনের আধুনিক যন্ত্র গ্যাসলেস ল্যাপারোস্কোপি সার্জারি এলো বিসি রায় হাসপাতালে! হ্যাঁ ঠিকই শুনেছেন , আধুনিক চিকিৎসার অত্যাধুনিক বিদেশি যন্ত্রপাতিতে গ্যাসলেস ল্যাপরোস্কপি সার্জারি এল শিল্প…
কলিকাতার পর রাজ্যে দ্বিতীয় অত্যাধুনিক অপারেশনের আধুনিক যন্ত্র গ্যাসলেস ল্যাপারোস্কোপি সার্জারি এলো বিসি রায় হাসপাতালে!
হ্যাঁ ঠিকই শুনেছেন , আধুনিক চিকিৎসার অত্যাধুনিক বিদেশি যন্ত্রপাতিতে গ্যাসলেস ল্যাপরোস্কপি সার্জারি এল শিল্প শহরে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া মেডিকেল কলেজে গ্যাস-লেস ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে একদিনের কর্মশালা হয়েছে। ন্যূনতম পরিকাঠামো এবং কম খরচে কীভাবে গ্রামাঞ্চলে এবং মফস্বল এলাকায় এই পদ্ধতিতে উন্নতমানের সার্জারি করা যায়, সেবিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মেডিকেল কলেজের নবীন ও প্রবীণ চিকিৎসক এবং শিক্ষার্থীদের গ্যাস-লেস ল্যাপারোস্কোপিক সার্জারির নতুন টেকনিক নিয়ে দিনভর হাতেকলমে প্রশিক্ষণ দেন দুই খ্যাতিমান চিকিৎসক জ্ঞানরাজ জেসুডিয়ান এবং এরিকা জ্যানসেন। জ্ঞানরাজ ভেল্লোর ক্রিশ্চান মেডিকেল কলেজের নামী ইউরোলজিস্ট এবং সার্জেন। এরিকা নেদারল্যান্ডের ন্যাশনাল গাইনোকোলজি প্রোগ্রামের চেয়ারপারসন এবং নামী চিকিৎসক। ওই কর্মশালার আয়োজক আইকেয়ার ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস এন্ড রিসার্চ(ইমসার) অর্থাৎ হলদিয়া মেডিকেল কলেজ। ইমসারের সার্জারি বিভাগের উদ্যোগে এদিন প্রশিক্ষণ হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ল্যাপারোস্কোপিক সার্জারিতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। অন্যদিকে, গ্যাস-লেস সার্জারিতে, কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার না করে, বিভিন্ন কৌশলে সার্জারির জন্য পেটের ভেতরে স্থান তৈরি করা হয়। এটি রোগীদের জন্য খুবই সুবিধেজনক। বিশেষ করে যাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস-সংক্রান্ত সমস্যা বা অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা রয়েছে। গ্যাস-লেস ল্যাপারোস্কোপিক সার্জারি গাইনোকোলজি(স্ত্রীরোগ সংক্রান্ত) এবং অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। কর্মশালার অর্গানাইজিং চেয়ারম্যান এবং কলেজের জেনারেল সার্জারি বিভাগের প্রধান অংশুমান পণ্ডা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক জ্ঞানরাজ গ্যাস-লেস ল্যাপারোস্কোপিক সার্জারি পদ্ধতি নিয়ে যুগান্তকারী কাজ করেছেন। ভারত সহ উন্নয়নশীল দেশগুলিতে গ্রামাঞ্চলে ও মফস্বলে কীভাবে কম খরচে উন্নত এবং যন্ত্রণাহীন অস্ত্রোপচার করা যায়, সেজন্য গ্যাস-লেস ল্যাপারোস্কোপিক সার্জারিকে জনপ্রিয় করার কাজ শুরু করেছেন দু'দশক আগে। এজন্য তিনি গবেষণা করে বিশেষ টেকনিক ও যন্ত্র তৈরি করেছেন। ভারত সহ ইউরোপের দেশগুলিও এবিষয়ে তাঁর পরামর্শ নিচ্ছে। এইমস সহ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এই সার্জারি পদ্ধতি নিয়ে চিকিৎসকদের পরামর্শ দিচ্ছেন। ছত্তিশগড়ের রায়পুর এইমসের পর কলকাতা ও হলদিয়া মেডিকেল কলেজে এবিষয়ে দুই বিশেষজ্ঞ চিকিৎসক নয়া সার্জারি পদ্ধতি নিয়ে এদিন প্রশিক্ষণ দিয়েছেন। এদিন প্রথমে গ্যাস-লেস পদ্ধতিতে হলদিয়ায় সার্জারি করেন চিকিৎসকরা। কলেজের নামী সার্জেন সুকুমার মাইতি বলেন, হলদিয়া মেডিকেলে এধরনের চিকিৎসার জন্য যন্ত্রপাতি কেনা হয়েছে। এই পদ্ধতিতে চিকিৎসা খরচ কম পড়বে। লোকাল অ্যানাস্থেশিয়া করেই এই সার্জারি সম্ভব। তবে এজন্য চিকিৎসকের সাহস ও দক্ষতা প্রয়োজন। মেডিকেল কলেজের অধ্যাপক সুকান্ত সেন বলেন সেবিষয়ে আরও প্রশিক্ষণ দেওয়া হবে। এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন আইকেয়ারের সম্পাদক আশিস লাহিড়ি, কলেজের প্রিন্সিপাল শ্যামলচন্দ্র সরকার প্রমুখ।

No comments