পূর্ব মেদিনীপুর জেলার আটদলীয় লীগ কাম নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো দুর্গাচক স্টেডিয়ামে!হলদিয়া আই কেয়ার ইনস্টিটিউট অব টেকনোলজি সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আই এফ এর ব…
পূর্ব মেদিনীপুর জেলার আটদলীয় লীগ কাম নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো দুর্গাচক স্টেডিয়ামে!
হলদিয়া আই কেয়ার ইনস্টিটিউট অব টেকনোলজি সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আই এফ এর ব্যবস্থাপনায় ৮ টিমের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দুর্গাচক স্টেডিয়ামে। সকাল থেকে হালকা শীতের পরশে শিল্প শহর হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে আট টিমের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে হাড্ডা হাড্ডি লড়াই দুর্গাচক হলদিয়া মিলন সংঘ এবং তমলুক কোচিং সেন্টার ফাইনালে খেলা দেখার জন্য স্টেডিয়াম ভর্তি মানুষ খেলার হলদিয়া দুর্গাচক মিলন সংঘ ক্লাব হারিয়ে চ্যাম্পিয়ন হলেন তমলুক কোচিং সেন্টার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের উপস্থিত ছিলেন আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত আজকের এই টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুইজন প্রাক্তন ফুটবলার ক্রীড়া সংগঠক সম্বর্ধনা দেওয়া হয়, প্রাক্তন ফুটবলার বিদ্যুৎ সামন্ত এবং ক্রীড়া সংগঠক সুকুমার ভৌমিক সংবর্ধিত করে ডিসটিক স্পোর্টস অ্যাসোসিয়েশন।
No comments