কোলাঘাটের ভোগপুরে এস.আই.আর. আতঙ্কে বৃদ্ধার মৃত্যুর পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু/সিডিউল ট্রাইব সম্প্রদায়ভুক্ত মানুষের বসবাস এলাকায় আতঙ্কগ্রস্ত না হওয়ার আবেদন জানিয়ে মাইক প্রচারের জন্য বিডিও কে স্মারকলিপি।
কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম …
কোলাঘাটের ভোগপুরে এস.আই.আর. আতঙ্কে বৃদ্ধার মৃত্যুর পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু/সিডিউল ট্রাইব সম্প্রদায়ভুক্ত মানুষের বসবাস এলাকায় আতঙ্কগ্রস্ত না হওয়ার আবেদন জানিয়ে মাইক প্রচারের জন্য বিডিও কে স্মারকলিপি।
কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামের কেসিমন বিবি(বয়স-৮০ বছর)স্বামী-মৃত ইউনুস এস. আই.আর.আতঙ্কজনিত কারণে গতপরশু রাত ১১ টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে পরিবারের সূত্রে অভিযোগ।এস.আই.আর.আতঙ্কে ওই বৃদ্ধার মৃত্যুর পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু/সিডিউল ট্রাইব সম্প্রদায়ভুক্ত মানুষের বসবাস এলাকায় আতঙ্কগ্রস্ত না হওয়ার আবেদন জানিয়ে মাইক প্রচারের জন্য আজ কোলাঘাটের বিডিও কে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের কোলাঘাট ব্লক নেতৃত্বের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
দলের পক্ষে নারায়ন চন্দ্র নায়ক বলেন, ব্লকের সর্বদলীয় মিটিংয়ে যাদের গত ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই (ভিন রাজ্য থেকে বা রাজ্যের অন্য জেলা থেকে মূলত সংখ্যালঘু/এস.টি. সম্প্রদায়ের মানুষজন সরকারি জায়গায় বসবাস করছেন) তাদের বিষয়ে উপরের অংশটাই ফর্ম পূরণ করে প্রয়োজনে জমা দিক বলে যে আলোচনা হয়েছিল,ঐ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের যে এলাকাগুলিতে বসবাস,সেই এলাকাগুলিতে এস আই আর জনিত আতঙ্ক দূর করতে সরকারি প্রশাসনের উদ্যোগে মাইকিং করার আবেদন জানানো হয়েছে।
No comments