অতিরিক্ত শ্রেণিকক্ষ ও ডিজিটাল ফেস স্ক্যানিং উপস্থিতি ব্যবস্থার প্রত্যাবর্তন উদ্বোধনে বিধায়ক- তিলকপূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত লুক্ষ্যা হাই স্কুল। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের আর্থিক সহায়তা স্কুলের…
অতিরিক্ত শ্রেণিকক্ষ ও ডিজিটাল ফেস স্ক্যানিং উপস্থিতি ব্যবস্থার প্রত্যাবর্তন উদ্বোধনে বিধায়ক- তিলক
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত লুক্ষ্যা হাই স্কুল। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের আর্থিক সহায়তা স্কুলের তিনটি অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মিত হয়েছিল তার উদ্বোধন এবং জেলার মধ্যে এই প্রথম স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ডিজিটাল ফ্রেশ স্ক্যানিং ব্যবস্থা চালু করা হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক প্রবীর কুমার দাস জেনারেল ম্যানেজার হলদিয়ার ডক কমপ্লেক্স। সম্মানীয় অতিথি হিসেবে উদ্বোধন ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস, ছিলেন পলাশ রায় জেলা পরিদর্শক পূর্ব মেদিনীপুর। হলদিয়ার ডক কমপ্লেক্স এস ডি এম মধুমিতা হালদার উপস্থিত ছিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার পশ্চিমবঙ্গ সরকার বরুণসিস সরকার, মহিষাদল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অমিতাভ রায় উপস্থিত ছিলেন লক্ষ্যা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কেয়া চক্রবর্তী, উপপ্রধান অনন্ত বেরা, ছিলেন লক্ষ্যা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন মাইতি উপস্থিত ছিলেন উপপ্রধান দিপালী গোস্বামী জানালেন স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ বারিক।
No comments