Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আটক ৩টি নৌকা সহ ৭৯ জন বাংলাদেশি মৎস্যজীবী !

আটক ৩টি নৌকা সহ ৭৯ জন বাংলাদেশি মৎস্যজীবী !ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার জন্য ৩টি বাংলাদেশি মাছ ধরার নৌকো সহ ৭৯ জনকে আটক করেছে হলদিয়া কোস্টগার্ড। সোমবার সন্ধেয় এক প্রেস বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ডের জাহাজ অ…

 



আটক ৩টি নৌকা সহ ৭৯ জন বাংলাদেশি মৎস্যজীবী !

ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার জন্য ৩টি বাংলাদেশি মাছ ধরার নৌকো সহ ৭৯ জনকে আটক করেছে হলদিয়া কোস্টগার্ড। সোমবার সন্ধেয় এক প্রেস বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ডের জাহাজ অমৃত কৌর এবং কমলাদেবী উত্তর বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখায় (আইএমবিএল) নজরদারির সময় ওই তিনটি ফিশিংবোট আটক করেছে। গত ১৫ এবং ১৬ নভেম্বর ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) ভিতরে বোটগুলি অবৈধভাবে মাছ ধরছিল।

আটক ৩টি বাংলাদেশি ফিশিং বোটে তিনজন নাবালক সহ ৭৯ জন মৎস্যজীবী ও মাঝি রয়েছে। নজরদারির সময় বাংলাদেশি ফিশিং বোটগুলিকে ভারতীয় জলসীমার প্রায় দুনটিক্যাল মাইল বা প্রায় চার কিলোমিটার ভেতরে এসে মাছ ধরতে দেখা যায়। ভারতীয় । কোস্টগার্ডের জওয়ানরা বাংলাদেশি বোটগুলি আটক করে তল্লাশি চালায়। দিল্লি বিস্ফোরণের পর দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক সীমানায় বিশেষ নজরদারি অভিযান চলছে। তার অংশ হিসেবে কোস্টগার্ডের এই অভিযান খুবই গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, ওই বোটগুলির কাছে ভারতের সামুদ্রিক অঞ্চলের মধ্যে মাছ ধরার জন্য কোনো বৈধ অনুমোদন বা পারমিট ছিল না। এদের আটক করার পর আইনি ব্যবস্থা নিতে তাদের ফ্রেজারগঞ্জ-এ মেরিন পুলিশের কাছে হস্তান্তর করার জন্য নিয়ে যাওয়া হয়।

No comments