Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারি গেটে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ

হলদিয়া রিফাইনারি গেটে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ হলদিয়া আই ও সি ঠিকা মজদুর ও ক্যান্টিন এমপ্লয়িজ ইউনিয়ন'র উদ্যোগে হলদিয়া রিফাইনারি কার্যালয়ের গেটে অবস্থান বিক্ষোভ । দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা প্ল্যাকার্ড হাতে নিয…

 



হলদিয়া রিফাইনারি গেটে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ 

হলদিয়া আই ও সি ঠিকা মজদুর ও ক্যান্টিন এমপ্লয়িজ ইউনিয়ন'র উদ্যোগে হলদিয়া রিফাইনারি কার্যালয়ের গেটে অবস্থান বিক্ষোভ । দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানে সোচ্চার হন। উল্লেখ্য, 2021 সাল থেকে ঠিকা ও ক্যান্টিন শ্রমিকদের দাবী সনদ মীমাংসা। এছাড়াও গেট পাস নিয়ে পুলিশ ভেরিফিকেশন দেখানোর হয়রানি, অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনশন বৃদ্ধির কাজে দায়িত্ব পালন না করা সহ অন্যান্য দাবি রয়েছে। ইউনিয়ন নেতৃত্বদের অভিযোগ, আইওসি কর্তৃপক্ষ ও ও ঠিকাদাররা শাসক দলের একাংশ নেতার সাথে অশুভ আঁতাত করে, শ্রমিকদের বঞ্চিত করছে। এদিন শ্রমিকদের ন্যায্য দাবির সমর্থনে অবস্থানে অংশ নেন শ্রমিক নেতা লক্ষীকান্ত সামন্ত, গুরুপদ পাল, পরিতোষ পট্টনায়ক, অচিন্ত্য শাসমল, সত্য জানা কুনাল নন্দ,প্রমূখ।

No comments