Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোর রাতে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম ১

ভোর রাতে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম ১জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। নন্দকুমার থেকে দীঘা জাতীয় সড়ক ১১৬বি রবিবার ভোর রাতে প্রায়  ৪ টার দিকে এক মর্মান্তিক …

 


ভোর রাতে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম ১

জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। নন্দকুমার থেকে দীঘা জাতীয় সড়ক ১১৬বি রবিবার ভোর রাতে প্রায়  ৪ টার দিকে এক মর্মান্তিক ঘটনা ঘটলো বাজকুল ফ্লাইওভারের নিচে। ঘুমিয়ে থাকা এক ভবঘুরের (আঙ্গুর বালা মাইতি -৮০) পায়ের ওপর দিয়ে এক বেপরোয়া টোটো চলে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে এই ভবঘুরে আঙ্গুর বালা মাইতি (৮০) দীর্ঘদিন এই ওভার ব্রিজের নিচে রাত কাটাতো। এই দুর্ঘটনার জেরে রক্তাক্ত হয় এই মহিলা। বহু সময় রক্তাক্ত অবস্থয় রাস্ততেই পড়ে থাকেন তিনি। তারপর এক সাধু মহারাজের নজরে আসে ব্যাপার টি। তিনি চণ্ডীপুরের বিপ্লব মণ্ডল কে খবর দেন। তৎখনাৎ বিপ্লব বাবু অতি দ্রুতাতর সাথে ওই হতভাগিনী কে এড়াশাল ব্লক প্রাথমিক সাস্থ কেন্দ্রে ভর্তি করেন। আঘাত গুরুতর হওয়ায় যন্ত্রনায় কাতর আঙ্গুর বালা মাইতি কে প্রাথমিক চিকিৎসা করার পর এম্বুলেন্সে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড  হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। টোটো চালক পলাতক। পুলিশ তদন্ত করে দেখছে প্রকৃত ঘটনাটি কি।

No comments