অবিলম্বে ভগবানপুর-১ ব্লকের চড়াবাড় গ্রামে নূতন করে দেওয়া মদ দোকানের লাইসেন্স বাতিলের আবেদন জানিয়ে জেলা শাসক ও আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্টের নিকট স্মারকলিপি!সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপ…
অবিলম্বে ভগবানপুর-১ ব্লকের চড়াবাড় গ্রামে নূতন করে দেওয়া মদ দোকানের লাইসেন্স বাতিলের আবেদন জানিয়ে জেলা শাসক ও আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্টের নিকট স্মারকলিপি!
সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ ব্লকের কোটবাড় গ্রাম পঞ্চায়েতের চড়াবাড় গ্রামের সীতেশ পন্ডিতের বাড়ীতে আবগারি দপ্তর সরকারী একটি মদ দোকান খোলার লাইসেন্স দিয়েছে। অথচ ঐ দোকানের সামনে চড়াবাড় গার্লস হাইস্কুল ও একটি প্রাইমারী স্কুল রয়েছে। গতকাল সকালে সীতেশবাবুর বাড়িতে অশোক সিংহ নামে এক ব্যাক্তি ওই মদ দোকান উদ্বোধন করলে স্থানীয় মহিলা সহ পুরুষেরা ওই দোকানের মদের বোতলের প্যাকেট বাইরে বের করে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির আহ্বায়ক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,অবিলম্বে যাহাতে ওই দোকানের লাইসেন্স বাতিল করা যায়,সেই আবেদন জানিয়ে আজ জেলা শাসক ও আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্টের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে। অতি সত্বর তা বাতিল করা না হলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
No comments