Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৩৩ তম বর্ষে সুতাহাটা আমলাট অভিযান দীপান্বিতা উৎসবে আলোর উৎসব!

৩৩ তম বর্ষে সুতাহাটা আমলাট অভিযান দীপান্বিতা উৎসবে  আলোর উৎসব!
মায়ের শারদীয়া উৎসব পর দীপান্বিতা উৎসব ছাড়া রাজ্যের মানুষের সাথে সাথেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা এলাকায় মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই সুতাহাটা আমলাট অভ…

 



৩৩ তম বর্ষে সুতাহাটা আমলাট অভিযান দীপান্বিতা উৎসবে  আলোর উৎসব!


মায়ের শারদীয়া উৎসব পর দীপান্বিতা উৎসব ছাড়া রাজ্যের মানুষের সাথে সাথেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা এলাকায় মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই সুতাহাটা আমলাট অভিযান তাদের এবারের ৩৩ তম বর্ষে পদার্পণ করলো দীপান্বিতা উৎসব তাদের মন্ডপ এবং প্রতিমা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত মা চামুণ্ডেশ্বরী মন্দির এবং প্রতিমা সেই তৈরি করা হয়েছে। ক্লাবের সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন অবিভক্ত অবিভক্ত ভারতবর্ষে এই মন্দির ছিল কিন্তু বর্তমানে পাকিস্তানের অন্তর্গত এই মন্দির সেই মন্দিরের আদলে এই আমাদের এবারের মন্ডপ এবং থিম করা হয়েছে। মন্ডপের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম কমিটির সভাপতি কমলেশ চক্রবর্তী, এবং স্ব-রোজগার যোজনা ডাইরেক্টর স্যামন মাইতি বিশিষ্ট অ্যাডভোকেট আইনজীবী গোপাল দাস এজিস্ট ভোকাল গ্যাস প্লান্ট ভাইস প্রেসিডেন্ট রথীন সরকার, সৈকত করণ বিশিষ্ট সমাজসেবী,সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রায় ২ শতাধিক মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় । দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজন  থাকছে গরম গরম, মুখরোচক চা।

No comments