কালীপুজোয় শিল্প শহর হলদিয়ায় উন্মাদনা বেড়েছে!শহরে একাধিক বড় বাজেটের পুজো হচ্ছে নানা ধরনের থিম। হলদিয়া থানার অন্তর্গত নাড়াচক গ্রামে এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দীপাবলি উৎসব ২০ তম বর্ষে পদার্পণ করেছে। এবার পুজোয় থি…
কালীপুজোয় শিল্প শহর হলদিয়ায় উন্মাদনা বেড়েছে!
শহরে একাধিক বড় বাজেটের পুজো হচ্ছে নানা ধরনের থিম। হলদিয়া থানার অন্তর্গত নাড়াচক গ্রামে এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দীপাবলি উৎসব ২০ তম বর্ষে পদার্পণ করেছে। এবার পুজোয় থিম সাবেকিয়া না মূর্তি এবং আলোর রোশনায় ভরে উঠেছে সারা গ্রাম। ১৯শে অক্টোবর পূজোর উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের জেলা নির্বাচিত শিল্পীদের নিয়ে সংস্কৃতি অনুষ্ঠান এছাড়াও প্রতিভা অন্বেষণের জন্য এলাকার শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার মানুষদের সুস্থ রাখতে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা এবং মধুমেয় রোগ নির্ণয় অনুষ্ঠিত হবে। জানালেন পুজো কমিটির সম্পাদক রথীন দাস এবং ক্লাব কমিটির সম্পাদক সঞ্জয় প্রামানিক।
No comments