Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১কোটিতে দিঘায় বিক্রি হল ৯৫ টি তেলিয়া ভোলা মাছ!

১ কোটিতে দিঘায় বিক্রি হল ৯৫ টি তেলিয়া ভোলা মাছ!
  সকালে দিঘা মৎস্য নিলাম কেন্দ্রে কার্যত হৈ হৈ কান্ড। বিশাল পরিমাণ তেলিয়া ভোলা মাছ উদ্ধারকে কেন্দ্র করে হৈচৈ পড়ে যায় মৎস্য নিলাম কেন্দ্রে। এদিন সকাল নাগাদ দিঘার মৎস্য নিলাম কেন্…

 




১ কোটিতে দিঘায় বিক্রি হল ৯৫ টি তেলিয়া ভোলা মাছ!


  সকালে দিঘা মৎস্য নিলাম কেন্দ্রে কার্যত হৈ হৈ কান্ড। বিশাল পরিমাণ তেলিয়া ভোলা মাছ উদ্ধারকে কেন্দ্র করে হৈচৈ পড়ে যায় মৎস্য নিলাম কেন্দ্রে। এদিন সকাল নাগাদ দিঘার মৎস্য নিলাম কেন্দ্রে ৯০টি ছোট ও বড় আকারের তেলিয়া ভোলা মাছ নিয়ে উপস্থিত হয় একটি ট্রলার। বিপুল পরিমাণ মাছ দেখে হুড়োহুড়ি পড়ে যায় মৎস্য নিলাম কেন্দ্রে। আড়ৎদার অজিত বাড়ুইয়ের মৎস্য নিলাম কেন্দ্রে মাছগুলি নিলামে তোলা হয়। জানা গেছে, ৯০টি মাছের মধ্যে ২০- ২২টি মাছ বড় আকৃতির ছিল। যে গুলির মোট ওজন হয় ৮৫০ কেজি। এই বড় মাছ গুলি ৪ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। যার মোট দাম হয় ৩৮ লক্ষ ২৫ হাজার টাকা। বাকি ছোট আকৃতির মাছগুলির মোট ওজন হয় ৪০০ কেজি। যেগুলি ২৬০০ টাকা কেজি প্রতি দামে বিক্রি করা হয়। যার মোট দাম হয় ১০ লক্ষ ৪০ হাজার টাকা। এই বিপুল পরিমাণ মাছ কিনে নেয় কলকাতার কেএমপি এবং এসএফটি কোম্পানি। সবমিলিয়ে ৯০ টি মাছের দাম দাঁড়ায় ৩৮ লক্ষ ২৫ হাজার টাকা। গত কয়েকদিন আগে মারিশদা এলাকার আসিফ খাঁনের ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এদিন তার ট্রলারেই এই বিপুল পরিমাণ তেলিয়া ভোলা মাছ উদ্ধার হয়। যাকে কেন্দ্র করে একপ্রকার খুশির হাওয়া বইতে শুরু করে মৎস্যজীবী মহলে। অন্যদিকে, নবকুমার পড়্যার মৎস্যনিলাম কেন্দ্রে ওড়িশার ধামড়ার একটি ট্রলার ৫ তেলিয়া ভোলা মাছ নিয়ে হাজির হয়। যার মোট ওজন ১০৪ কেজি। এই ৫টি তেলিয়া ভোলা মাছ ৬৩০০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়। ১০৪ কেজি ওজনের এই পাঁচটি মাছের দাম দাঁড়ায় ৬ লক্ষ ৫৫ হাজার ২০০ টাকা। এই সবকটি মাছ কিনে নেন শংকর গিরি নামে এক ব্যক্তি। সব মিলিয়ে একই দিনে দুটি পৃথক ট্রলারে মোট ৯৫ টি মাছ বিক্রি হল ৫৫ লক্ষ ২০ হাজার ২০০ টাকায়। দিঘা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, “এই মাছের চাহিদা আগেও বিপুল পরিমাণে ছিল। এই মাছের পটকা ঔষধ তৈরিতে কাজে লাগে। তাই এই মাছ সবসময় ব্যাপক দামে বিক্রি হয়। আজকেও দুটি জায়গায় মোট ৯৫টি মাছ প্রায় ৫৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।”

No comments