Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া সফরে এলেন রাজ্য বিধানসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি!

হলদিয়া সফরে এলেন রাজ্য বিধানসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি!
 হলদিয়া শিল্পাঞ্চলের পরিকাঠামো ও বিভিন্ন শিল্প সংস্থা ঘুরে দেখলেন বিধানসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। শিল্প সংস্থাগুলি হলদিয়ার রাস্তাঘাট নিয়ে এদিন স্ট্যান্ডিং …

 


হলদিয়া সফরে এলেন রাজ্য বিধানসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি!


 হলদিয়া শিল্পাঞ্চলের পরিকাঠামো ও বিভিন্ন শিল্প সংস্থা ঘুরে দেখলেন বিধানসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। শিল্প সংস্থাগুলি হলদিয়ার রাস্তাঘাট নিয়ে এদিন স্ট্যান্ডিং কমিটির কাছে একাধিক অভিযোগ করেছে। অভিযোগ, এইচপিএল লিঙ্ক রোড সহ হলদিয়ার শিল্প সড়কগুলির অবস্থা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষায় রাস্তাঘাটের অবস্থা আরও বেহাল হয়েছে। বিভিন্ন কারখানার শ্রমিক কর্মচারীরা খারাপ রাস্তার কারণে যাতায়াতের সময় বিপাকে পড়ছেন। এদিকে এইচপিএল লিঙ্ক রোড সহ একাধিক শিল্প সড়কে স্ট্রিট লাইটের সিংহভাগ খারাপ। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ। এদিন হলদিয়ার বেসরকারি ব্যাটারি কারখানা এক্সাইড, আইভিএল ধানসিরি ও রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রলিয়ামের টার্মিনাল ঘুরে দেখেন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের নেতৃত্বে ৬ সদস্যের স্ট্যান্ডিং কমিটি। মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাইবাবু শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। ওই স্ট্যান্ডিং কমিটি দু'দিনের সফরে পূর্ব মেদিনীপুরে এসেছিলেন। শুক্রবার তাঁরা কাঁথির মাজনায় কাজু শিল্প ঘুরে দেখেন ও সমস্যার কথা শোনেন কাজু প্রসেসিং শিল্পে যুক্ত ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে। স্ট্যান্ডিং কমিটি কাঁথি ও হলদিয়ার শিল্প সংস্থা ঘুরে দেখার পর এদিন বিকেলে হলদিয়া ভবনে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়, হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, এইচডিএর এগজিকিউটিভ অফিসার সুরজিৎ পুরকায়স্থ। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বলেন, কাঁথিতে কাজু প্রসেসিং শিল্পের জন্য আড়াই কোটি টাকা খরচে একটি কমন ফেসিলিটি সেন্টার তৈরি হচ্ছে। বিদেশ থেকে কাজু এনে এখানে প্রসেসিং হয়। রাজ্যে কাজুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হবে। হলদিয়ায় শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। রাস্তাঘাট নিয়ে কিছু সমস্যার কথা উঠেছে। হলদিয়ার এসডিও বলেন, হলদিয়ার প্রশাসনের তরফে স্ট্যান্ডিং কমিটিকে আশ্বস্ত করা হয়েছে, বর্ষা শেষ হলেই রাস্তার কাজ শুরু হবে। শিল্প সড়কের জন্য টেন্ডার হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

No comments