যোগাঙ্গন প্রতিষ্ঠানের উদ্যোগে, আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা!সুকুমার চট্টোপাধ্যায়ের স্মৃতি মঞ্চে বিজয়া সম্মেলনী আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়। চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারদাময়ী বালিকা বিদ্য…
যোগাঙ্গন প্রতিষ্ঠানের উদ্যোগে, আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা!
সুকুমার চট্টোপাধ্যায়ের স্মৃতি মঞ্চে বিজয়া সম্মেলনী আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়। চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারদাময়ী বালিকা বিদ্যালয়ে বিজয়া সম্মেলনে এবং যোগাসন প্রতিযোগিতায়, যৌগিক আলোচনা সভা বিশেষ সংবর্ধনা সভা এবং যোগাসন প্রতিযোগিতা সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণী। ৩৫০ জন ছেলেমেয়ে, অভিভাবিকা আজকের এই আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের অন্যতম সম্পাদিকা রুমা চক্রবর্তী চট্টোপাধ্যায় বলেন শিক্ষা প্রতিষ্ঠান যে সকল ছাত্র-ছাত্রীরা আজকের এখান থেকেই বাছাই পর্ব হল জেলা স্তরে অংশগ্রহণ করার জন্য। জেলা স্তর থেকে রাজ্য এবং পরবর্তী অংশ গ্রহণ করতে পারবে এই সকল প্রতিযোগীরা। ১১ ই অক্টোবর সকাল ১০ঃ০০ টা থেকে শুরু হয় বাজিতপুর সারদাময়ী বালিকা বিদ্যালয় আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা প্রয়াত সুকুমার চট্টোপাধ্যায় স্মৃতি মঞ্চ এই প্রতিযোগিতা শুরু হয়।। জীবন যখন যোগ যুক্ত শরীর তখন রোগমুক্ত শরীর এবং মন উভয়কে সুস্থ রাখতে যোগাসন খুবই প্রয়োজন। যোগাঙ্গন সংস্থা কয়েক বছর ধরে হলদিয়া এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কয়েক হাজার ছেলেমেয়ে এবং অভিভাবিকা এই রোগ মুক্ত শরীর তৈরি করার জন্য যোগা ঙ্গন ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন। আজ বিজয়া সম্মিলনী এবং আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ। এই শিবিরের উদ্বোধন করেন ক্যাপ্টেন ভগিরথ সামুই এ ছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আর্মি দিব্যেন্দু দাস, অন্তরীপ কুন্ডু, প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি , ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ চক্রবর্তী , কবি ও শিল্পী মহনলাল মান্না, হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র, ইন্দ্ররূপ রায় চৌধুরী, ডাক্তার ভাস্কর সাহা, সৌমেন জানা, সভায় সংস্থার সভাপতি কৌশিক চট্টোপাধ্যায়,সভায় সঞ্চালনা করেন শিক্ষক কবি ও সাহিত্যিক প্রতীক জানা। আজকের বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পুরস্কার তুলে দিলেন যোগাসন সংস্থার পক্ষ থেকে।

No comments