Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিরঞ্জনে দূষণ রুখতে ঘাটে ১১০০ সাফাইকর্মী, পরিবেশ বান্ধব গড়ে তোলার টার্গেট হলদিয়া পুরসভার!

নিরঞ্জনে দূষণ রুখতে ঘাটে ১১০০ সাফাইকর্মী, পরিবেশ বান্ধব গড়ে তোলার টার্গেট হলদিয়া পুরসভার! 
আবর্জনামুক্ত পরিবেশ। বিশেষ করে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলার টার্গেট রয়েছে শহরে। তাই দুর্গাপ্রতিমা বিসর্জন - পরবর্তী সময়ে নোংরা, আবর্জনা সরি…

 



নিরঞ্জনে দূষণ রুখতে ঘাটে ১১০০ সাফাইকর্মী, পরিবেশ বান্ধব গড়ে তোলার টার্গেট হলদিয়া পুরসভার! 


আবর্জনামুক্ত পরিবেশ। বিশেষ করে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলার টার্গেট রয়েছে শহরে। তাই দুর্গাপ্রতিমা বিসর্জন - পরবর্তী সময়ে নোংরা, আবর্জনা সরিয়ে ফেলতে বিশেষ জোর দিয়েছে হলদিয়া পুরসভা। এবার হলদিয়া পুর এলাকার # ২৯টি ওয়ার্ডজুড়ে ১০৫টি দুর্গাপুজো হয়েছে। তবে বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনে উৎসাহ দেখাননি কোনও পুজো কমিটি। তাই শুক্রবার প্রতিমা বিসর্জনের হিড়িক পড়ে এলাকায়। এদিন বিকেল থেকে রাত পর্যন্ত হলদিয়া টাউনশিপে হলদি নদীর সপ্তপর্ণী ঘাটে ৩০টি প্রতিমা বিসর্জন করা হয়। বাকি প্রতিমা দুর্গাচক লাগোয়া হুগলি নদী, কোথাও বড় ঝিলে, পুকুরে বিসর্জন * দেওয়া হয়েছে। বিসর্জনের যাবতীয় খড়, কাঠ, কাপড়, কাগজ, ফুল ইত্যাদি সামগ্রী কোনওভাবেই যাতে পরিবেশের ক্ষতি না করে, সেদিকে কড়া নজর ছিল ।

পুরকর্মী থেকে আধিকারিকদের। বিসর্জন পর্বে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, রাজ্য স্বরোজগার দপ্তরের ডিরেক্টর শ্যামল মাইতি। জেলাশাসক জানান, "পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে নির্বিঘ্নে কেটেছে পুজোপর্ব। এদিন আবহাওয়া ভালো থাকায় বিসর্জন ঘিরে মানুষের উৎসাহ ছিল চরমে। হলদিয়ায় বিসর্জনের আয়োজন প্রশংসনীয়।" হলদিয়ার মহকুমা শাসক, পুর-প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন, "পুজো পার্বন, উৎসব-অনুষ্ঠান চলবেই। তা থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। তাই সমস্ত জায়গায় আবর্জনা দ্রুত সরিয়ে ফেলার কাজ করা হয়েছে।"

হলদিয়া পুরসভার সাফাই বিভাগের কর্তা চন্দন বেরা জানিয়েছেন, "১১০০ সাফাইকর্মী নোংরা, আবর্জনা সরানোর কাজ করে চলেছেন। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার কাজে আমরা গুরুত্ব দিয়েছি।" পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে হলদিয়ায় ছিল ৩৭ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে তা কমে দাঁড়ায় ১৩ জন। সকলেই রাজ্যের বাইরে আক্রান্ত হয়ে হলদিয়ায় ঢুকেছেন বলে জানিয়েছেন পুরসভার স্বাস্থ্যকর্তা রথীন্দ্রনাথ দাস। তবে হলদিয়া পুর এলাকাজুড়ে এই সাফাই অভিযান লাগাতার চলবে বলে জানা গিয়েছে। 

No comments