প্রাক শারদায়ায় হলদিয়া পুরসভায় ৩ দিনের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মেলা
রাজ্য সরকারের উদ্যোগে সবলা মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের হাতে তৈরি নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হয়। এবার নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের সমস্ত পুরসভা…
প্রাক শারদায়ায় হলদিয়া পুরসভায় ৩ দিনের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মেলা
রাজ্য সরকারের উদ্যোগে সবলা মেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের হাতে তৈরি নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হয়। এবার নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের সমস্ত পুরসভায় স্বনির্ভর গোষ্ঠীর তৈরি নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হল। এবার নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের সমস্ত পুরসভায় স্বনির্ভর গোষ্ঠীর তৈরি নানা সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হল। পুজোর আগেই তিনদিনের জন্য হলদিয়া পুরসভায় গোষ্ঠীর স্টল বসানো হয়। প্রায় ২০ থেকে ২৫ স্টল আছে। মেলা চলবে ২৩-২৫ সেপ্টেম্বর পর্যন্ত। মেলা ও উদ্বোধন clc নতুন রূপে চালু হলো আজকের এই মেলার মুহূর্ত থেকে। উদ্বোধন করেন ওদের করেন পৌরসভা এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলী, উপস্থিত ছিলেন মহকুমা শাসক ও পুরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। হলদিয়া পৌরসভার ফিনান্স অফিসার দুলাল সরকার, হলদিয়া পৌরসভা হেড ক্লার্ক বুদ্ধদেব মাইতি, একাউন্টে এন ইউএল এম মহাদেব দাস, ডি ই ও অনুপম দিন্ডা, এন ইউ এল এম ডিপার্টমেন্টের আধিকারিক বৃন্দ, ছিলেন সি এল এফ সভানেত্রী কবিতা প্রামানিক। স্বনির্ভর দলের মধ্যে হলদিয়া পনেরশো গোষ্ঠীর ইমিটেশন গয়না, হাতে তৈরি জুয়েলারি, কাঁথা স্টিচ, গহনা বড়ি, মশলা বড়ি, কুসের তৈরি চাদর, গোপাল ঠাকুরের নানান ধরনের পোশাক, ঘর সাজানো ঝাড়বাতি, নানান ধরনের পোশাক, বেড কভার, ঝাড়বাতি, সামগ্রীর স্টল দিয়েছে। ওই দপ্তরের অন্যতম একাউন্টেন্ট মহাদেব দাস বলেন, পুজোর আগে আমাদের গোষ্ঠীর মা ও বোনেদের হাতে তৈরি সামগ্রী বিক্রির ব্যবস্থা করেছে হলদিয়া পুরসভা। এতে যা আয় হবে, তাতে অন্তত পুজোর ক'টা দিন ভালো কাটবে। হলদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের তৈরী আচারের স্টল দেওয়া হয়েছে। পৌরসভার প্রশাসনিক ভবনের সামনেই এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা নানা ধরনের পোর্ট্রেট ছবি, শাড়ি-নাইটি, ব্লাউজ পসরা সাজিয়েছেন।, খাদ্য রসিকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক ফুচকা বিরিয়ানি চাউমিন এগরোল মোমো। ডি ই ও অনুপম দিন্ডা বলেন পৌর এলাকা পরিবেশ দূষণমুক্ত করতে প্লাস্টিক বর্জনের জন্য স্বনির্ভ গোষ্ঠীর মায়েদের হাতের তৈরি কাপড়ের ও কাগজের তৈরি ব্যাগ করছে। কাপড় ও কাগজের তৈরি ব্যাগ হলদিয়া পৌর এলাকার প্লাস্টিক বর্জন করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সিএল এফ সভানেত্রী কবিতা প্রামানিক বলেন রাজ্য নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রাক-পুজোয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের তিনদিনের স্টল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে তাঁরা নিজেদের হাতে তৈরি সামগ্রী বিক্রি করতে পারছেন। এদিন স্টলে প্রচুর মানুষ কেনাকাটা করেছেন।
No comments