ছবি সৌজন্যে ফেসবুক রাজ্য রাজধানী থেকে এবার শিল্প শহরে ডেঙ্গুর থাবা!ডেঙ্গুর প্রভাব বাড়ছে দিন দিন বিজয়া দশমী থেকে মেঘলা আকাশ বিভিন্ন সময় বৃষ্টি পড়ছে। রাজ্য সরকারের উদ্যোগে পঞ্চায়েত পৌরসভার চলছে ডেঙ্গি প্রতিরো…
ছবি সৌজন্যে ফেসবুক
রাজ্য রাজধানী থেকে এবার শিল্প শহরে ডেঙ্গুর থাবা!
ডেঙ্গুর প্রভাব বাড়ছে দিন দিন বিজয়া দশমী থেকে মেঘলা আকাশ বিভিন্ন সময় বৃষ্টি পড়ছে। রাজ্য সরকারের উদ্যোগে পঞ্চায়েত পৌরসভার চলছে ডেঙ্গি প্রতিরোধ অভিযান। মানুষ সতর্ক রয়েছে তারই মধ্যেও কিন্তু ধীরে ধীরে কলিকাতা শহর থেকে এবার পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহরে ডেঙ্গির থাবা বসলো। সূত্রে জানা যায় সুতাহাটা পঞ্চায়েত সমিতির সদস্যা সোমা দাস মোহরি ডেঙ্গি আক্রান্ত হয়ে হলদিয়া মহকুমার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাই সকলে মশার ডেঙ্গি মশার আক্রান্ত থেকে বাঁচতে মশারি টাঙিয়ে ঘুমানোর এবং যত্রতত্র জল পড়ে থাকলে সেই জল ফেলে দিন যাতে ডেঙ্গি মশা ডিম পাড়তে না পারে সকলে সতর্ক থাকুন ডেঙ্গি প্রতিরোধে সকলে শামিল হোন।

No comments