দীপান্বিতা উৎসবকে কেন্দ্র করে সুতাহাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি অভিনব প্রয়াস গন ভাইফোঁটা!শিল্পশহর হলদিয়া দীপান্বিতা উৎসব মেতে উঠেন সমস্ত ব্যবসায়ী সহ সার্বজনীন পুজো মণ্ডব গুলি আলোর রোশনায় ঝলমল করে শিল্প শহর হলদিয়া এবং বিভি…
দীপান্বিতা উৎসবকে কেন্দ্র করে সুতাহাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি অভিনব প্রয়াস গন ভাইফোঁটা!
শিল্পশহর হলদিয়া দীপান্বিতা উৎসব মেতে উঠেন সমস্ত ব্যবসায়ী সহ সার্বজনীন পুজো মণ্ডব গুলি আলোর রোশনায় ঝলমল করে শিল্প শহর হলদিয়া এবং বিভিন্ন কর্মসূচি পালন করেন হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত প্রয়াসের উদ্যোগে আজ রোড রেস অনুষ্ঠিত হয় শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতা গ্রহণ করেন। হলদিয়া মঞ্জুশ্রী ক্ষুদিরাম স্কয়ার থেকে প্রয়াস পর্যন্ত রোড রেস অনুষ্ঠিত হয়। কুড়ি অক্টোবর শ্যামা মায়ের পুজো সাথে একুশ এবং 22 বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছেন। ২২ শে অক্টোবর গণ ভাইফোঁটা প্রয়াস পুজো মণ্ডপের সামনে অনুষ্ঠিত হবে। স্কুল কলেজ এবং বিভিন্ন আবাসিক ছেলেমেয়েরা উপস্থিত হবে এই অভিনব গণ ভাইফোঁটা সকলকে আসার আহ্বান জানালেন পুজো কমিটির অন্যতম প্রয়াসের সম্পাদক সুবিমল দাস।

No comments