Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প শহর হলদিয়ায় ধনতেরাসে রুপোর মূর্তি ও কয়েন কিনতে ঝোঁক!

শিল্প শহর হলদিয়ায় ধনতেরাসে রুপোর মূর্তি ও কয়েন কিনতে ঝোঁক!সোনা এখন আকাশ ছোঁয়া সত্ত্বেও ধনতেরাস উপলক্ষে মঙ্গলসূচক লক্ষ্মী ও গণেশের মূর্তি রুপোর কয়েন মাছ ও পায়ের নুপুর কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে। এই সঙ্গে মুক্ত সেটিং করা হালকা…

 


শিল্প শহর হলদিয়ায় ধনতেরাসে রুপোর মূর্তি ও কয়েন কিনতে ঝোঁক!

সোনা এখন আকাশ ছোঁয়া সত্ত্বেও ধনতেরাস উপলক্ষে মঙ্গলসূচক লক্ষ্মী ও গণেশের মূর্তি রুপোর কয়েন মাছ ও পায়ের নুপুর কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে। এই সঙ্গে মুক্ত সেটিং করা হালকা সোনার গহনা চাহিদা রয়েছে। অ বাঙালি  পাশাপাশি বাঙালিরও অনেকেই কেনাকাটা করছেন। লক্ষ্মী পূজোর পর থেকে আগাম বুকিং শুরু হয়েছে প্রতিদিনই হলদিয়া সোনাার উপর দোকানে ৫০ শতাংশ টাকা জমা রেখে বুকিং করছেন ক্রেতারা। এ বৎসর সোনার থেকে রুপোর জিনিস কেনাকাটাতেই বেশি ঝোঁক দেখা যাচ্ছে। সোনার দাম অনেক বেড়েছে তাই শিল্প শহরে ধনতেরাসের বাজার খানিকটা ঝিমিয়ে রয়েছে এটা ক্রেতা বিক্রেতা উভয়ই মানছেন। তবে সোনার দাম বেড়ে যাওয়ায় বন্দর শহরে কিতাবের মধ্যে রুপোর জিনিস কেনার প্রবণতা দেখা যাচ্ছে। ধনতেরাসের দিন সোনা প্রায় এক লক্ষ পঁচিশ  হাজার একশত টাকা দর তবুও বাড়ির মঙ্গল কামনায় ও সমৃদ্ধির জন্য রুপোর সাথে সাথে অনেকেই সোনা কিনছেন। এবার ধনতেরাসে রুপোর কয়েন লক্ষ্মী গণেশ মূর্তি বিক্রি হচ্ছে তবে তারই সেই সঙ্গে রুপোর মাছ ও নুপুরের ভালো চাহিদা আছে। সোনার দাম বেড়ে যাওয়ায় অনেকেই রুপোর হালকা গহনা কিনতেও আগ্রহ দেখাচ্ছেন। হলদিয়া দুর্গাচক সুপারমার্কেট সোনা ও রুপসামগ্রী দোকানের কর্ণধার মধুসূদন কুইলা বলেন সোনা ও রুপোর ২ এর দাম আকাশ ছোঁয়া তা সত্ত্বেও ধনতেরাসে গতবারের তুলনায় এবার বুকিং বেশি। এই শুভদিনে সোনা রুপা কিনলে ধনসম্পদের বৃদ্ধি হয়, এমন বিশ্বাস রয়েছে, তাই গত কয়েক বছর ধরে অবাঙ্গালীদের পাশাপাশি বাঙালিরও প্রচুর রুপো কিনছেন। আজ দুর্গাচক সুপার মার্কেট এলাকায় প্রত্যেকটি সোনা দোকানেই উপচে পড়া ভিড়। এবার ধনতেরাসে ব্রহ্মযোগ সহ একগুচ্ছ শুভ যোগ রয়েছে। তাই রূপো কেনার আরো ভিড় হচ্ছে। জুয়েলারি অন্যতম বাপ্পাদিত্য কুইলা বলেন গত এক মাসে রুপোর দাম কেজিতে ৫০ হাজার টাকা। গত বছরের থেকে এ বছর প্রায় ৭০ হাজার টাকা বেশি। সোনার দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত পরিবারের রুপোর জিনিস কেনার চাহিদা বেড়েছে।

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক স তারা ১৭ই অক্টোবর থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত সোনার কেনাকাটার উপর দুই হাজার টাকা ছাড় দিচ্ছে। তারই সাথে সাথেই শিল্প শহরের বিভিন্ন দোকান কিন্তু ছাড় দেওয়ার ধামাকা শুরু করেছে।

No comments