Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধনতেরাসে কি কিনলে শুভ!

ধনতেরাসে কি কিনলে শুভ!সোনার দাম দিন দিন আকাশ মুখী কিন্তু ধন তেরা সে অনেকেই সোনা কেনার জন্য উৎসুক হয়ে থাকে অনেকেই মনে করেন সোনা  কিনলে ধন তেরাসে মনে হয় লক্ষী লাভ হয়। আর সেজন্যই সোনা কেনার জন্য ভিড় হয়। কিন্তু সোনার দাম আজকের ১…

 


ধনতেরাসে কি কিনলে শুভ!

সোনার দাম দিন দিন আকাশ মুখী কিন্তু ধন তেরা সে অনেকেই সোনা কেনার জন্য উৎসুক হয়ে থাকে অনেকেই মনে করেন সোনা  কিনলে ধন তেরাসে মনে হয় লক্ষী লাভ হয়। আর সেজন্যই সোনা কেনার জন্য ভিড় হয়। কিন্তু সোনার দাম আজকের ১ লক্ষ ২৫ হাজার ১০০ টাকা দাম তাহলে শোনা না কিনে কি কিনলে ধন তেরাস লক্ষী লাভ হয়। সোনার অন্যতম ভালো বিকল্প রূপা, রুপার দাম বেজায় বেড়েছে বর্তমানে তবু আয়ত্তের মধ্যে রয়েছে। তাই প্রয়োজনীয় এমন কিছুর উপর জিনিস এদিন কিনতে পারেন তারা সেদিন লক্ষ্মীর মূর্তি বাড়িতে আনতে পারেন। কেবল লক্ষ্মী নয় গণেশ বা কৃষ্ণের মূর্তি আনতে পারেন। দেবদেবীদের  মূর্তি এদিন আনলে সমৃদ্ধিকে আকর্ষণ করে বলে মনে করা হয়।

ঝাঁটা কেনার তো এখন ট্রেন্ডিং। ধনতেরাসে অনেকেই ঝাঁটা কেনেন আপনি এটি এ দিন কিনতে পারেন। গাড়ি কেনার পরিকল্পনা থাকলেও ধনতেরাসের দিনকে বেছে নিন। এই দিনটি অন্তত শুভ গাড়ি কেনার জন্য। ঘরের জন্য কোন নতুন ইলেকট্রনিক্সের জিনিস কেনা থাকলে সেটিও এই সময় কিনতে পারেন। এই সময় অনলাইনে হোক বা অফলাইনে সর্বত্র বিশেষ ছাড় পাওয়া যায়। উৎসবের মরশুমে তাই মাইক্রোওভেন হোক বা টিভি ল্যাপটপ ইত্যাদি সবই কিনে ফেলতে পারেন।

No comments