কলকাতার দমদমের শালিনী দাস, কাঁথি হাসপাতালে কর্মরত ছিলেন।রহস্য মৃত্যু তমলুকের ভাড়া ঘরে!তদন্তে তমলুক থানার পুলিশ!
গতকাল সকাল ১১ টায় নিজের ভাড়া বাড়িতে রহস্য মৃত্যু ঘটে দমদমের তরুণী চিকিৎসক শালিনী দাসের।কাঁথি সাব ডিভিশন হাসপাতালে …
কলকাতার দমদমের শালিনী দাস, কাঁথি হাসপাতালে কর্মরত ছিলেন।রহস্য মৃত্যু তমলুকের ভাড়া ঘরে!তদন্তে তমলুক থানার পুলিশ!
গতকাল সকাল ১১ টায় নিজের ভাড়া বাড়িতে রহস্য মৃত্যু ঘটে দমদমের তরুণী চিকিৎসক শালিনী দাসের।কাঁথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত আনাস্থেসিস্ট ছিলেন তিনি। প্রতিবেশীরা জানাচ্ছেন গতকাল সকাল ৭ টায় বাড়ি থেকে বেরিয়ে যান ডক্টর শালিনী দাস। যখন বাড়ি ফেরেন তখন সম্পূর্ণ সুস্থ ছিলেন। বাড়ি ফেরার কিছু সময় পরেই তার মায়ের বাঁচাও চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। যখন ছুটে যান তখন দেখেন হাতে থাকা চ্যানেল থেকে রক্তপাত হচ্ছে। যে বাড়িতে ভাড়ায় থাকতেন তার পাশেই একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়। অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। সেখান থেকে তমলুক মেডিকেল কলেজের রেফার করা হয়। তমলুক মেডিকেল কলেজে গেলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তিনি সকাল থেকেই অসুস্থ ছিলেন। যে বেসরকারি হাসপাতালে তিনি এনেস্থেসিয়া দিতে গিয়েছিলেন সেখানেই তিনি হাতের চ্যানেলের মাধ্যমে ঔষধ নেন। ইতিমধ্যেই শালিনীর দেহ পোস্টমর্টেম করা হয়েছে। যতক্ষণ না রিপোর্ট আছে ততক্ষণ কিছুই জানানো যাচ্ছে না বলেই পুলিশ জানিয়েছে
No comments