দুর্গাচক নিউ কলোনি জুনিয়ার স্টার লক্ষ্মী পূজার মন্ডপ উদ্বোধন করলেন- বিধায়ক তাপসী!দুর্যোগের বৃষ্টি উপেক্ষা করে হলদিয়া শিল্প শহরে লক্ষ্মীপুজোয় মেতে উঠেছে । দশমীর রাত থেকেই আকাশের মুখ ভার । দফায় দফায় বৃষ্টির দাপট । তার মধ্যে …
দুর্গাচক নিউ কলোনি জুনিয়ার স্টার লক্ষ্মী পূজার মন্ডপ উদ্বোধন করলেন- বিধায়ক তাপসী!
দুর্যোগের বৃষ্টি উপেক্ষা করে হলদিয়া শিল্প শহরে লক্ষ্মীপুজোয় মেতে উঠেছে । দশমীর রাত থেকেই আকাশের মুখ ভার । দফায় দফায় বৃষ্টির দাপট । তার মধ্যে লক্ষ্মী পুজো প্যান্ডেল তৈরির কাজ চালিয়ে গেছেন পুজো কর্তারা । আজ সোমবার ৬ অক্টোবর সন্ধ্যায় হয় পুজোর উদ্বোধন । হলদিয়া দুর্গাচক থানার অন্তর্গত দুর্গাচক নিউ কলোনি জুনিয়ার স্টার আয়োজনে লক্ষ্মীপূজোর ১১ তম বর্ষে পদার্পণ করল। দুর্গাচক নিউ কলোনী জুনিয়র প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে সেই থেকে তাদের ধনদেবী লক্ষ্মীর আরাধনায় প্রতি বছর মেতে উঠেন। উদ্বোধনী অনুষ্ঠানের ছিলেন হলদিয়া বিধানসভার বিধায়ক তাপসী মন্ডল, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরোজগার যোজনা ডাইরেক্টর শ্যামল মাইতি ছিলেন প্রফেসর শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয় ডঃ সুজাতা ভৌমিক, এছাড়াও উপস্থিত ছিলেন হোলিস্টিক হেলপিং হ্যাণ্ড ফাউন্ডেশন এর কর্ণধার সৈয়দ লুৎফর কবীর আলী প্রমূখ। পুজোকে কেন্দ্র করে থাকছে সামাজিক বিভিন্ন কর্মসূচি চারা গাছ বিতরণ দুস্থ অসহায় মানুষদের জন্য পোশাক বিতরণ এলাকার ছেলেমেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় দিন সন্ধ্যায় থাকছে পসরা গানের আসর।

No comments