পুজো মন্ডপে দুষ্কৃতির হামলা পুলিশের হস্তক্ষেপে সিসি ক্যামেরা লাগানো হলো! কোজাগরি লক্ষ্মী পূজো পাড়ায় এবং প্রতি ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছেন সকলেই। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা এবং মহিলাদের উদ্যোগে করা লক্ষ্মী পূজার উদ্…
পুজো মন্ডপে দুষ্কৃতির হামলা পুলিশের হস্তক্ষেপে সিসি ক্যামেরা লাগানো হলো!
কোজাগরি লক্ষ্মী পূজো পাড়ায় এবং প্রতি ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছেন সকলেই। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা এবং মহিলাদের উদ্যোগে করা লক্ষ্মী পূজার উদ্যোক্তাদের মারধর করলো কিছু অজ্ঞাত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত সিটি সেন্টার সংলগ্ন দেভোগ গ্রামের ঘোড়াই পাড়াতে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ লক্ষ্মী পূজা চলাকালীন ওই মন্ডপের সামনে থেকে যাওয়ার সময় কিছু অচেনা ব্যক্তি ওই পুজো কমিটির ছোট ছোট ছেলে মেয়েদের এবং মহিলাদের কটুক্তি করতে থাকে। এই ঘটনা দেখে আশেপাশের স্থানীয় লোকজনেরা এলে বাধা দিতে গেলে মারধরের ঘটনা ঘটে। স্থানীয় লোকেরা আহতদের পাশাপাশি মহাকুমার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং ভবানীপুর থানা খবর দেন। খবর পেয়ে ভবানীপুর থানার আধিকারিকরা তৎক্ষণাৎ উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর ভবানীপুর থানার উদ্যোগে পুরো পুজো মণ্ডপ সহ এলাকা সিসিটিভি লাগানো হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে। ভবানীপুর থানায় যায় বজরং দল ও হিন্দু নিউ যোদ্ধা ও থানাতে গিয়ে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন জানালেন চিন্ময় বাগ।

No comments