ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘ ৪৯ তম বর্ষের পুজোর থিম "মোবাইল নয়, বইয়ের জয়"
দুর্যোগের বৃষ্টি উপেক্ষা করে হলদিয়ার কিসমত শিবরামনগর,চাউলখোলা গ্রাম লক্ষ্মীপুজোয় মেতে উঠেছে । দশমীর রাত থেকেই আকাশের আকাশের মুখ ভার । দফায় দফ…
ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘ ৪৯ তম বর্ষের পুজোর থিম "মোবাইল নয়, বইয়ের জয়"
দুর্যোগের বৃষ্টি উপেক্ষা করে হলদিয়ার কিসমত শিবরামনগর,চাউলখোলা গ্রাম লক্ষ্মীপুজোয় মেতে উঠেছে । দশমীর রাত থেকেই আকাশের আকাশের মুখ ভার । দফায় দফায় বৃষ্টির দাপট । তার মধ্যে লক্ষ্মী পুজো প্যান্ডেল তৈরির কাজ করেছেন পুজো কর্তারা । সোমবার ৬ অক্টোবর সন্ধ্যায় হল পুজোর মন্ডপ উদ্বোধন । উদ্বোধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ । হলদিয়া ব্লকের কিসমত শিবরাম নগর। ৪৯ তম বর্ষে কিসমত শিবরামনগর ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘের থিম "মোবাইল নয়, বইয়ের জয়"। বর্তমান প্রজন্মের ছেলে,মেয়েরা মোবাইল গেম এবং সোস্যাল মিডিয়ায় মজে থাকেন । বই পড়ার প্রবণতা কমছে । পড়ুয়াদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এই ভাবনায় মণ্ডপ তৈরি করা হয়েছে । ক্লাব কমিটির সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী, সংস্কৃত সম্পাদক মিলন বেরা, পুজো কমিটির হিসাব রক্ষক-সৌজিৎ বেরা প্রত্যেকেই বলেন "পুজোর খরচ বাঁচিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুকে আর্থিক সাহায্য করা । হয়েছে গুণীজন সম্বর্ধনা ।"

No comments