Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘ ৪৯ তম বর্ষের পুজোর থিম "মোবাইল নয়, বইয়ের জয়"

ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘ ৪৯ তম বর্ষের পুজোর থিম "মোবাইল নয়, বইয়ের জয়"
দুর্যোগের বৃষ্টি উপেক্ষা করে হলদিয়ার কিসমত শিবরামনগর,চাউলখোলা গ্রাম লক্ষ্মীপুজোয় মেতে উঠেছে । দশমীর রাত থেকেই আকাশের আকাশের মুখ ভার । দফায় দফ…

 


ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘ ৪৯ তম বর্ষের পুজোর থিম "মোবাইল নয়, বইয়ের জয়"


দুর্যোগের বৃষ্টি উপেক্ষা করে হলদিয়ার কিসমত শিবরামনগর,চাউলখোলা গ্রাম লক্ষ্মীপুজোয় মেতে উঠেছে । দশমীর রাত থেকেই আকাশের আকাশের মুখ ভার । দফায় দফায় বৃষ্টির দাপট । তার মধ্যে লক্ষ্মী পুজো প্যান্ডেল তৈরির কাজ করেছেন পুজো কর্তারা । সোমবার ৬ অক্টোবর সন্ধ্যায় হল পুজোর মন্ডপ উদ্বোধন । উদ্বোধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ  । হলদিয়া ব্লকের কিসমত শিবরাম নগর। ৪৯ তম বর্ষে কিসমত শিবরামনগর ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘের থিম "মোবাইল নয়, বইয়ের জয়"। বর্তমান প্রজন্মের ছেলে,মেয়েরা মোবাইল গেম এবং সোস্যাল মিডিয়ায় মজে থাকেন । বই পড়ার প্রবণতা কমছে । পড়ুয়াদের বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এই ভাবনায় মণ্ডপ তৈরি করা হয়েছে । ক্লাব কমিটির সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী, সংস্কৃত সম্পাদক মিলন বেরা, পুজো কমিটির হিসাব রক্ষক-সৌজিৎ বেরা প্রত্যেকেই বলেন  "পুজোর খরচ বাঁচিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুকে আর্থিক সাহায্য করা ।  হয়েছে গুণীজন সম্বর্ধনা ।" 






No comments