৩৫ তম বর্ষে আমরা সবাই, হারিয়ে যাওয়া মাদুর শিল্প!দুর্যোগের বৃষ্টি উপেক্ষা করে হলদিয়া শিল্প শহরে চাউলখোলা ও কিসমত শিবরামনগর লক্ষী গ্রামের লক্ষ্মীপুজোয় মেতে উঠেছে । দশমীর রাত থেকেই আকাশের মুখ ভার । দফায় দফায় বৃষ্টির দাপট । তার…
৩৫ তম বর্ষে আমরা সবাই, হারিয়ে যাওয়া মাদুর শিল্প!
দুর্যোগের বৃষ্টি উপেক্ষা করে হলদিয়া শিল্প শহরে চাউলখোলা ও কিসমত শিবরামনগর লক্ষী গ্রামের লক্ষ্মীপুজোয় মেতে উঠেছে । দশমীর রাত থেকেই আকাশের মুখ ভার । দফায় দফায় বৃষ্টির দাপট । তার মধ্যে লক্ষ্মী পুজো প্যান্ডেল তৈরির কাজ চালিয়ে গেছেন পুজো কর্তারা । ৬ অক্টোবর সন্ধ্যায় পুজোর উদ্বোধন । তার আগে আয়োজনের তৎপরতা চরমে ।আমরা সবাই কিসমত শিবরাম নগর ৩৫ বছরের পুজো। সাবি কিআনা মূর্তি এবং হারিয়ে যাওয়া মাদুর শিল্প দিয়ে তৈরি মণ্ডপ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নিত্য পরিবেশন করেন তৃষা মন্ডল এবং সংগীত পরিবেশন করেন প্রত্যুষা খাড়া, চারা গাছ বিতরণ এলাকার নতুন প্রজন্মের জন্য প্রতিভা অন্বেষণ এলাকার ছেলেমেয়েদের গান নিত্য পরিবেশন হয় মঞ্চেই। আইসিডিএস স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক, চারা গাছ বিতরণ। মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার সমাজবন্ধু বিশিষ্ট সমাজসেবী লক্ষণ মন্ডল (শব দাহ করেছেন প্রায় ৮০০) উপস্থিত ছিলেন আইসিডিএস স্কুলের শিক্ষিকা ভবানী মাইতি, বিশিষ্ট সমাজসেবী এবং কবি মানস পট্টনায়ক, ছিলেন পলাশ দাশ ও স্বাগতা দাস উদ্বোধনী অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন হলদিয়া বন্দর পত্রিকা সম্পাদক ও হলদিয়া নিউজ ডাইরেক্টর দুর্গাপদ মিশ্র। সভায় সঞ্চালনা করেন ক্লাব কমিটির কোষাধ্যক্ষ মহাপ্রভু বেরা।

No comments