প্যালেস্টাইনের গাজায় ত্রাণবাহী ফ্লোটিলায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে তমলুকে এস ইউ সি আই (সি)'র বিক্ষোভ! সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: গাজায় ত্রাণবাহী ফ্লোটিলায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকে বিক্ষোভ …
প্যালেস্টাইনের গাজায় ত্রাণবাহী ফ্লোটিলায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে তমলুকে এস ইউ সি আই (সি)'র বিক্ষোভ!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: গাজায় ত্রাণবাহী ফ্লোটিলায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে'র কুশপুতুল দাহ করা হয়। কুশপুতুলে অগ্নিসংযোগ করেন দলের পুর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক প্রণব মাইতি।
মিছিল তমলুক হাসপাতাল মোড় থেকে শুরু করে মানিকতলা মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন প্রণব মাইতি,প্রদীপ দাস প্রমুখ। দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রণব মাইতি বলেন,গাজায় গণহত্যার পাশপাশি ইসরাইল যেভাবে ত্রানশিবিরে হামলা চালাচ্ছে এবং যেভাবে আন্তর্জাতিক ত্রানবাহী ফ্লোটিলার উপর হামলা ও ৪০ টি দেশের ৪৪ টি জাহাজ সহ ৫০০ মানবাধিকার কর্মী গ্রেপ্তার করেছে, আমরা তার তীব্র নিন্দা করছি। পাশাপাশি আমরা দাবি করছি গ্রেপ্তার হওয়া মানবাধিকার কর্মী,শিল্পী সহ সকলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং ত্রাণ, ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী পৌছানোর উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে। অবিলম্বে প্যালেস্টাইনের উপর এই হামলা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে হবে।

No comments