Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফুলের উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য আবেদন জানিয়ে উদ্যান পালন দপ্তরের মন্ত্রীর নিকট স্মারকলিপি!

রাজ্যে দার্জিলিং এর মংপু,নদীয়ার আয়েশপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও একটি ফুলের উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য আবেদন জানিয়ে উদ্যান পালন দপ্তরের মন্ত্রীর নিকট স্মারকলিপি! সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : রাজ্যের হর্টিকালচার দপ্ত…

 




রাজ্যে দার্জিলিং এর মংপু,নদীয়ার আয়েশপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও একটি ফুলের উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য আবেদন জানিয়ে উদ্যান পালন দপ্তরের মন্ত্রীর নিকট স্মারকলিপি! 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : রাজ্যের হর্টিকালচার দপ্তর নেদারল্যান্ডসের সাথে যৌথ উদ্যোগে নদীয়ার আয়েশপুর ও দার্জিলিং এর মংপুতে দুটি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নেদারল্যান্ডসের এক প্রতিনিধি দল এ বিষয়ে খতিয়ে দেখতে রাজ্যে আসার কথা। যে কেন্দ্রগুলিতে উন্নত মানের ফুলচাষ,রপ্তানিযোগ্য ফুল উৎপাদন ও এ ব্যাপারে চাষীদের প্রশিক্ষণ,ফুল থেকে নানা উপজাত তৈরীর বন্দোবস্ত প্রভৃতির ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। ওই দুটি কেন্দ্রের পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও একটি ফুলের উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার জন্য আবেদন জানিয়ে আজ সল্টলেকের রাজ্যের উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের দপ্তরে সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নিকট স্মারকলিপি পেশ করা হয়। 

          সমিতির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক বলেন,অবিভক্ত মেদিনীপুর(যা বর্তমানে পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিভক্ত) ও হাওড়া জেলায় বিভিন্ন প্রজাতির গোলাপ,চন্দ্রমল্লিকা,বেল,জুঁই,গাঁদা, অপরাজিতা,রজনীগন্ধা,করন সহ নানা ধরনের সিজিন ফুলের ব্যাপক চাষ হয়ে থাকে। এই চাষীদের বেশিরভাগই পুরনো মান্ধাতা আমলের পদ্ধতিতে চাষ করে থাকে। ওই চাষীরা মূলত সার এবং কীটনাশক ঔষধ কোম্পানিগুলির পরামর্শেই বেশিরভাগ ফুলের চাষ করে। 

            নারায়নবাবু জানান,আমাদের সমিতির দীর্ঘদিনের দাবী-ফুলচাষ সংশ্লিষ্ট সব জেলাতেই অন্তত একটি করে ফুলের গবেষণাগার,সংরক্ষনাগার, ফুল থেকে উপজাত সামগ্রীর বন্দোবস্ত সহ চাষীদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হোক।  

            নারায়ণবাবুর দাবী-যাহাতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,হাওড়া জেলার মধ্যবর্তী স্থান হিসাবে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় এই ধরনের একটি কেন্দ্র স্থাপিত হয়,সে ব্যাপারে রাজ্য উদ্যান পালন দপ্তর উদ্যোগী হোক। 



No comments