ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন দাবীতে স্মারকলিপি!সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: ঘাটাল ব্লকের গোপমহল এলাকায় ক্রমবর্ধমান ডেঙ্গু প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে ঘাটাল মহকুমা শাসককে এস ইউ সি আই (কমিউনিস্ট) এর ঘাটাল লোকাল কমিটির…
ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন দাবীতে স্মারকলিপি!
সংবাদদাতা- নারায়ণ চন্দ্র নায়ক: ঘাটাল ব্লকের গোপমহল এলাকায় ক্রমবর্ধমান ডেঙ্গু প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে ঘাটাল মহকুমা শাসককে এস ইউ সি আই (কমিউনিস্ট) এর ঘাটাল লোকাল কমিটির পক্ষ থেকে আজ স্মারকলিপি দেওয়া হয়। এলাকায় নিয়মিত স্যানিটাইজেশন,ডেঙ্গু পরীক্ষা,আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি,স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সচেতনতা শিবির,ইতিমধ্যে ডেঙ্গুতে মৃত গোপমহলের অধিবাসী ভোলানাথ চক্রবর্তী(৫৬)কে উপযুক্ত ক্ষতিপূরণ সহ বেশ কয়েকটি দাবী সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় মহকুমা শাসককে।
এস ইউ সি আই (কমিউনিস্ট) এর ঘাটাল লোকাল কমিটির পক্ষে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সুব্রত মাজী,অভিরাম বেরা,উমেশ গুঁই,হেমন্ত সী প্রমুখ। উক্ত দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে মহকুমা শাসক উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দলের নেতৃত্ব অভিযোগ করে বলেন-দীর্ঘদিন ধরে গোপমহল,খাঞ্জাপুর এলাকায় ডেঙ্গুর প্রকোপ চলছে। স্বাস্থ্য দপ্তরের ভূমিকা যথাযথ নয়। দপ্তর তৎপর হলে একটি প্রাণ চলে যেতে পারতো না। আর যাতে প্রাণহানি না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
অন্যদিকে ওই একই দাবীতে সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের ঘাটাল শাখার পক্ষ থেকে ঘাটালের ACMOH কে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন,সংগঠনের ঘাটাল শাখার সম্পাদক শুকদেব দোলই ও প্রদীপ ব্যানার্জী। ডেপুটেশন গ্রহণ করে ACMOH বলেন-"খুব শীঘ্রই স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ওই এলাকার গ্রামীন ডাক্তারদের ডেঙ্গু প্রতিরোধক ট্রেনিং দেওয়া হবে। এছাড়াও আক্রান্ত পরিবারগুলিতে মশারি,ব্লিচিং সহ মশা প্রতিরোধক অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে।"
No comments