Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৩১ অক্টোবর বানভাসিদের কনভেনশনের ডাক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির!

৩১ অক্টোবর বানভাসিদের কনভেনশনের ডাক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : চলতি বন্যার জল নেমে গেলেই নভেম্বর মাসে শিলাবতী নদীর নিম্নাংশ ও রূপনারায়নের পূর্ব মেদিনীপুর জেলার অংশটি পূর্ণ সংস্কার…

 




৩১ অক্টোবর বানভাসিদের কনভেনশনের ডাক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির!

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : চলতি বন্যার জল নেমে গেলেই নভেম্বর মাসে শিলাবতী নদীর নিম্নাংশ ও রূপনারায়নের পূর্ব মেদিনীপুর জেলার অংশটি পূর্ণ সংস্কারের কাজ শুরু করে আগামী বর্ষার পূর্বে শেষ সহ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজে দ্রুততার সাথে হাত দেওয়ার দাবীতে ৩১ অক্টোবর বানভাসিদের কনভেনশনের ডাক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির। 

           সাম্প্রতিক নিম্নচাপজনিত বৃষ্টি ও ব্যারেজ থেকে অত্যধিক পরিমাণে জল ছাড়ার পরিপ্রেক্ষিতে ঘাটালে সৃষ্ট বন্যার জল নেমে গেলেই নভেম্বর মাসে শিলাবতী নদীর নিম্নাংশ এবং রূপনারায়নের পূর্ব মেদিনীপুর জেলার অংশটি পূর্ণ সংস্কারের কাজ শুরু করে আগামী বর্ষার পূর্বে শেষ সহ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজে দ্রুততার সাথে হাত দেওয়ার দাবীতে ৩১ অক্টোবর ঘাটালে বানভাসিদের কনভেনশনের ডাক দিল-ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। আজ এ বিষয়ে ঘাটালের অন্নপূর্ণা আর্কেডে এক সাংবাদিক সম্মেলনে কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক এ কথা জানান। ওই সম্মেলনে নারায়নবাবু ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির অপর যুগ্ম সম্পাদক দেবাশীষ মাইতি, অফিস সম্পাদক কানাইলাল পাখিরা,সহঃ সভাপতি রামকৃষ্ণ সামন্ত প্রমুখ।

           কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করে বলেন,বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান আজো রূপায়িত না হওয়ায় চলতি বছরে ঘাটাল মহকুমার একটি বিস্তীর্ণ এলাকা এবার ৭ বার বন্যার কবলে পড়লো। গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে মূখ্যমন্ত্রীর মাস্টার প্ল্যান রূপায়ণের ঘোষণা এবং অর্থ বরাদ্দের সাত মাস পরও সেই অর্থে কোনো কাজ শুরু না হওয়ায় এ বছরের বর্ষায় কয়েকজনের জীবনহানি সহ হাজার হাজার মানুষকে বিগত বছরগুলির মত এবছরও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে  হল। মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজের শুরুতেই যেটা দরকার ছিল,শীলাবতী নদীর নিম্নাংশ পূর্ণ সংস্কার,সেচ দপ্তর প্রথমে সেই কাজের উদ্যোগ না নিয়ে যে কাজগুলিতে নিশ্চিত বিরোধিতা আসবে,সেই কাজগুলিই করার উদ্যোগ নিলেন। ফলস্বরূপ মানুষের এই দুর্ভোগ বাড়ল। রাজ্য সরকার কর্তৃক টাকা মঞ্জুরের পরপরই ওই সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হলে চলতি বর্ষায় ভুক্তভোগী হাজার হাজার বানভাসি মানুষজনেরা ভয়াবহ বন্যার হাত থেকে খানিকটা রেহাই দেওয়া যেত। 

            নারায়নবাবু বলেন,নভেম্বর মাসে অতি সত্বর শিলাবতী নদীর নিম্নাংশ ও রূপনারায়ণের পূর্ব মেদিনীপুর জেলার অংশটি পূর্ণ সংস্কার করে প্রথম পর্যায়ে যে কাজগুলি হওয়ার কথা,সেই কাজের উদ্যোগের গতি বাড়িয়ে দ্রুততার সাথে কাজ শুরু করে আগামী বর্ষার পূর্বে শেষ করার দাবী জানিয়ে গত ৪ঠা অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী ও সেচমন্ত্রী,সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে স্মারকলিপি দিয়েছি। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সেচ দপ্তরের সিডিউল অনুসারে ঐ কাজে প্রশাসনকে বাধ্য করতে আগামী ৩১ অক্টোবর ঘাটালে বানভাসিদের কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। কনভেনশনে বিস্তৃত আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে। 

 দেবাশীষ মাইতি বলেন,সমগ্র কাজগুলি সুষ্ঠুভাবে রূপায়নের স্বার্থে মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে মনিটরিং কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। 



No comments