রূপনারায়ণ নদী বাঁধে ভাঙ্গন আতঙ্কে গ্রামবাসী!রূপনারায়ণ নদী বাঁধে ভয়াবহ ভাঙ্গন মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া গ্রামে!আতঙ্কে গ্রামবাসীরা। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ!বৃহস্পতিবার গভীর রাত্রে প্রায় ১০০ ফুট বে…
রূপনারায়ণ নদী বাঁধে ভাঙ্গন আতঙ্কে গ্রামবাসী!
রূপনারায়ণ নদী বাঁধে ভয়াবহ ভাঙ্গন মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া গ্রামে!আতঙ্কে গ্রামবাসীরা। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ!
বৃহস্পতিবার গভীর রাত্রে প্রায় ১০০ ফুট বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণের নদী বাঁধ ধস নেমে নদী গর্ভে চলে যায়। নদী ভাঙ্গনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। নদী বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। ভাঙ্গন মেরামতের চেষ্টায় গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন। গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দপ্তর। ১০০ ফুট বাঁধ ভেঙে নদী গর্ভে চলে যায়, ফলে আতঙ্কিত হয়ে পড়েন এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা।
রূপনারায়ন নদী বাঁধ ভেঙে যাওয়ার পরেই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের। ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা। তারপরেই দ্রুততার সঙ্গে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। তবে এই ভাঙনে রাতের ঘুম ছুটেছে স্থানীয়দের।
No comments