পৌর এলাকায় যক্ষা রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য তুলে দিলেন হলদিয়া পৌরসভা!রাজ্যের মধ্যে কেবলমাত্র হলদিয়া পৌরসভা অভিনব উদ্যোগ যক্ষা রোগীদের জন্য। প্রতিমাসের নিয়ম করেই আক্রান্ত যক্ষ্মা রোগীদের জন্য বিশেষ পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া…
পৌর এলাকায় যক্ষা রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য তুলে দিলেন হলদিয়া পৌরসভা!
রাজ্যের মধ্যে কেবলমাত্র হলদিয়া পৌরসভা অভিনব উদ্যোগ যক্ষা রোগীদের জন্য। প্রতিমাসের নিয়ম করেই আক্রান্ত যক্ষ্মা রোগীদের জন্য বিশেষ পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়।যক্ষা রোগীদের জন্য পুষ্টিকর আহার খুবই প্রয়োজন হলদিয়া পৌর এলাকায় প্রায় ৫৩ জন যক্ষা আক্রান্ত রোগী রয়েছেন। তাদের পরিবারের হাতে পৌরসভা তরফ থেকে মাসের প্রথমেই পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়। পুজোর ছুটি পরে অফিস খুলতেই যক্ষা আক্রান্ত রোগীদের পরিবারের হাতে সেই পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়। জানা যায় রাজ্যে অনেক পৌরসভা রয়েছে কিন্তু কোন পৌরসভা এই ধরনের উদ্যোগ নেয়নি। হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় উদ্যোগেই এই ধরনের কর্মসূচি চলছে সুষম পুষ্টিকর খাদ্যের মধ্যে ভালো চাল ডাল আলু সোয়াবিন সরিষা তেল পুষ্টিকর খাদ্য সারা মাসের জন্য ক্যাম্পের মাধ্যমে তুলে দেওয়া হয়। আজ আক্রান্ত রোগীদের পরিবারের হাতে সেই সুষম খাদ্য তুলে দেওয়া হয়। হলদিয়া সাব ডিভিশনাল হাসপাতাল যক্ষা কেমিক্যাল ডাক্তার দেবারুন চক্রবর্তী বলেন আমরা এই ধরনের উদ্যোগ প্রথম দেখলাম এক পৌর প্রশাসক এই এলাকার যক্ষা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সুষম খাদ্য তুলে দিলেন। এই ধরনের সারা রাজ্যের যদি সবাই এগিয়ে আসেন তাহলে আক্রান্ত রোগীর পরিবার ও রোগীদের আরো অনেক ভালো হবে বলে জানা যায়।
No comments