Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সর্দার বল্লভভাই এর জন্মদিবস তথা জাতীয় সংহতি দিবস উদযাপন

সর্দার বল্লভভাই এর জন্মদিবস  তথা জাতীয় সংহতি দিবস উদযাপন!
 বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর NSS ইউনিটসমূহের উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেল এর জন্মদিবস তথা ন্যাশনাল ইউনিটি ডে বা জাতীয় সংহতি দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হল…



সর্দার বল্লভভাই এর জন্মদিবস  তথা জাতীয় সংহতি দিবস উদযাপন!


 বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর NSS ইউনিটসমূহের উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেল এর জন্মদিবস তথা ন্যাশনাল ইউনিটি ডে বা জাতীয় সংহতি দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো।প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ ড.মানবেন্দ্র সাহু মহাশয়।এরপর NSS Song তথা Laksha geet volunteer দের দ্বারা পরিবেশিত হয়।আজকের দিনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন উপস্থিত অতিথিবৃন্দ এবং ছাত্রছাত্রীরা।দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করেন NSS এর ভলান্টিয়ারর।VBYLD ক্যুইজ এ ভলান্টিয়ারদের অংশগ্রহণ করানো হয়।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IQAC কোঅর্ডিনেটর ড.অতনু জানা,টিচার্স কাউন্সিল এর সেক্রেটারি ঈশা রানী দাস মহাশয়া,দর্শন বিভাগ এর অধ্যাপক ড.অসীম কুমার মন্ডল,ইতিহাস বিভাগ এর অধ্যাপক সুদেব ভট্টাচার্য ,গ্রন্থাগারিক ড.জয়দেব দাস মহাশয় সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা,শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রী বৃন্দ।আজকের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন NSS এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা এবং তাকে সহযোগিতা করেন NSS এর আর এক প্রোগ্রাম অফিসার চিরঞ্জিত দাস মহাশয়।

No comments