Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিকিমে ফের তুষারপাত — ছাঙ্গু, নাথুলা ও লাচুং ঢেকে গেল বরফে, তাপমাত্রা নামল হিমাঙ্কের কাছাকাছি!

সিকিমে ফের তুষারপাত — ছাঙ্গু, নাথুলা ও লাচুং ঢেকে গেল বরফে, তাপমাত্রা নামল হিমাঙ্কের কাছাকাছি!প্রসেনজিৎ রাহা শিলিগুড়ি: সিকিমের পাহাড়ি অঞ্চল জুড়ে ফের শুরু হয়েছে মৌসুমি তুষারপাত। শুক্রবার সকাল থেকে পূর্ব ও উত্তর সিকিমের একাধিক …

 




সিকিমে ফের তুষারপাত — ছাঙ্গু, নাথুলা ও লাচুং ঢেকে গেল বরফে, তাপমাত্রা নামল হিমাঙ্কের কাছাকাছি!

প্রসেনজিৎ রাহা শিলিগুড়ি: সিকিমের পাহাড়ি অঞ্চল জুড়ে ফের শুরু হয়েছে মৌসুমি তুষারপাত। শুক্রবার সকাল থেকে পূর্ব ও উত্তর সিকিমের একাধিক উচ্চভূমি অঞ্চল — বিশেষ করে ছাঙ্গু, নাথুলা ও লাচুং — সাদা বরফে ঢেকে গেছে। রাতভর চলা তুষারপাতের জেরে শুক্রবার সকাল নাগাদ সড়ক ও পার্শ্ববর্তী পাহাড়ের গায়ে পড়েছে বরফের স্তর, যার প্রভাব পড়েছে যান চলাচলেও।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই ওইসব এলাকায় তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে। শুক্রবার সকালে তাপমাত্রা নেমে আসে হিমাঙ্কের কাছাকাছি। ফলে হালকা থেকে মাঝারি তুষারপাতের পরিমাণ আরও বেড়ে গিয়ে সকালে ঘন বরফে ঢেকে যায় পুরো ছাঙ্গু–নাথুলা অক্ষ।উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচুং ও ইয়মথাং উপত্যকাতেও তুষারপাতের মনোরম দৃশ্য ধরা পড়েছে। ইউমিসামডংয়ের বিস্তীর্ণ অঞ্চল সাদা চাদরে ঢাকা, রাস্তাঘাট ও গাড়ি ঘন বরফে ঢেকে গেছে। যদিও এতে স্থানীয়দের দৈনন্দিন জীবনে সামান্য ব্যাঘাত ঘটেছে, পর্যটকদের কাছে এ এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। “ভোর থেকেই তুষারপাত শুরু হয়েছে ছাঙ্গু ও নাথুলা অঞ্চলে। আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে, রাস্তাগুলি পিচ্ছিল হয়ে পড়ায় পর্যটকদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে।”তবে বরফে মোড়া পাহাড়ের টান সামলানো মুশকিল পর্যটকদের কাছে। ইতিমধ্যেই বহু পর্যটক ছাঙ্গু, নাথুলা ও লাচুংমুখী হচ্ছেন তুষারপাত উপভোগ করতে। তীব্র শীতের মাঝেই সিকিমের পাহাড়ে জমে উঠেছে শীতকালীন পর্যটনের আমেজ।




No comments