Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দোকান বসে রাস্তা সংকোচন দাবি করলেন বিরোধী দল নেতা রঘুনাথ পন্ডা!

দোকান বসে রাস্তা সংকোচন দাবি করলেন বিরোধী দল নেতা রঘুনাথ পন্ডা!মহিষাদল রাজমঞ্চে দক্ষিণ মাঠে মেলা করার নিয়ে বিভিন্ন দোকান বসে যায় স্কুলের ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের চলাফেরা অসুবিধা নেই অভিযোগ করলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির …

 

দোকান বসে রাস্তা সংকোচন দাবি করলেন বিরোধী দল নেতা রঘুনাথ পন্ডা!

মহিষাদল রাজমঞ্চে দক্ষিণ মাঠে মেলা করার নিয়ে বিভিন্ন দোকান বসে যায় স্কুলের ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের চলাফেরা অসুবিধা নেই অভিযোগ করলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পন্ডা। মহিষাদল ব্লক উন্নয়ন আধিকারিক এবং সভাপতি মহিষাদল পঞ্চায়েত সমিত ি এছাড়া ভাত প্রাপ্ত আধিকারিক মহিষাদল থানা অফিসারের নিকট আবেদন করলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। চেনার দাবি মহিষাদল অন্যতম প্রাণকেন্দ্র এ রাস মঞ্চ ের সেই রাস মঞ্চের স্থলে শিশুদের জন্য একটি পার্ক নির্মিত হলেও তার কোন অস্তিত্ব নেই এই মাটি খোলা রাখার স্থানীয় বিজ্ঞজন ক্রীড়া ও সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তি দূরে মহিষাদল স্পোটিং ক্লাব রয়েছে এই মাঠেই মেলা বসে এছাড়াও বর্তমানে হেমন্ত মেলা করার জন্য কাঠামো তৈরি হচ্ছে এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সাধারণ মানুষ জন এবং রেশন এর মালপত্র বোঝা ট্রাক ও অন্যান্য গাড়ি যাতায়াতের ফলে স্কুলের সময় যানজটের সম্মুখীন সকল ছাত্র-ছাত্রীদের এলাকার ব্যবসায়ীগণ অসন্তোষ প্রকাশ এই মেলা করার ফলে সমস্যায় পড়ে স্থানীয় দোকান দার সহ পথচারীবৃন্দ যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এই যানজট মুক্ত করা যায় তার জন্যই এই আবেদন । করেছেন

No comments