দোকান বসে রাস্তা সংকোচন দাবি করলেন বিরোধী দল নেতা রঘুনাথ পন্ডা!মহিষাদল রাজমঞ্চে দক্ষিণ মাঠে মেলা করার নিয়ে বিভিন্ন দোকান বসে যায় স্কুলের ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের চলাফেরা অসুবিধা নেই অভিযোগ করলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির …
দোকান বসে রাস্তা সংকোচন দাবি করলেন বিরোধী দল নেতা রঘুনাথ পন্ডা!
মহিষাদল রাজমঞ্চে দক্ষিণ মাঠে মেলা করার নিয়ে বিভিন্ন দোকান বসে যায় স্কুলের ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের চলাফেরা অসুবিধা নেই অভিযোগ করলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পন্ডা। মহিষাদল ব্লক উন্নয়ন আধিকারিক এবং সভাপতি মহিষাদল পঞ্চায়েত সমিত ি এছাড়া ভাত প্রাপ্ত আধিকারিক মহিষাদল থানা অফিসারের নিকট আবেদন করলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। চেনার দাবি মহিষাদল অন্যতম প্রাণকেন্দ্র এ রাস মঞ্চ ের সেই রাস মঞ্চের স্থলে শিশুদের জন্য একটি পার্ক নির্মিত হলেও তার কোন অস্তিত্ব নেই এই মাটি খোলা রাখার স্থানীয় বিজ্ঞজন ক্রীড়া ও সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তি দূরে মহিষাদল স্পোটিং ক্লাব রয়েছে এই মাঠেই মেলা বসে এছাড়াও বর্তমানে হেমন্ত মেলা করার জন্য কাঠামো তৈরি হচ্ছে এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সাধারণ মানুষ জন এবং রেশন এর মালপত্র বোঝা ট্রাক ও অন্যান্য গাড়ি যাতায়াতের ফলে স্কুলের সময় যানজটের সম্মুখীন সকল ছাত্র-ছাত্রীদের এলাকার ব্যবসায়ীগণ অসন্তোষ প্রকাশ এই মেলা করার ফলে সমস্যায় পড়ে স্থানীয় দোকান দার সহ পথচারীবৃন্দ যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এই যানজট মুক্ত করা যায় তার জন্যই এই আবেদন । করেছেন
No comments