তফসিল জাতি অন্তর্ভুক্ত কমিশনে আবেদন করলেন - প্রদীপ
রাজ্যের মধ্যে পেশাল তফসিল অন্তর্ভুক্ত বিধানসভা এলাকায় তফসিল মানুষেরাই সরকারি সুযোগ থেকে বিচ্যুত। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা। এই বিধানসভার প্রথম নাম ছিল স…
তফসিল জাতি অন্তর্ভুক্ত কমিশনে আবেদন করলেন - প্রদীপ
রাজ্যের মধ্যে পেশাল তফসিল অন্তর্ভুক্ত বিধানসভা এলাকায় তফসিল মানুষেরাই সরকারি সুযোগ থেকে বিচ্যুত। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা। এই বিধানসভার প্রথম নাম ছিল সুতাহাটা বিধানসভা। বিধানসভা এলাকায় বহু কারখানা রয়েছে। কিন্তু সেই কারখানার অধিকাংশ বহিরাগত কাজের যুক্ত। হলদিয়া বন্দর তৈরি হয়েছে প্রায় ৫১ টি মৌজা অধিগ্রহণের মধ্য দিয়ে ১৯৫৯ সাল ৫ই মে প্রথম বন্দরের গেজেট হয় এবং ওই বছরে ১লা নভেম্বর জাহাজের পণ্য উঠানামা করে। পরবর্তীকালে বিভিন্ন কারখানা গড়ে উঠেছে ধীরে ধীরে। তফসিল জাতীয় অন্তর্ভুক্ত এই বিধানসভা কিন্তু সেই বিধানসভা এলাকার মানুষ সুযোগ-সুবিধা পায় না তাদেরকে পরাজয় শ্রমিক হিসেবে অন্যত্র চলে যেতে হয় সেজন্যই ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী আবেদন করেছিলেন তফসিল জাতি অন্তর্ভুক্ত কমিশনে তারই পরিপ্রেক্ষিতেই হলদিয়া বন্দর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোট আধিকারিকদের চিঠি দিয়ে জানতে চাইলেন প্রকৃত তথ্য দেওয়ার জন্য। এ নিয়ে ই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সারা জেলা জুড়ে। মুখ খুলতে নারাজ ফোন করা হলেও ফোন পাওয়াগেল না। অভিযোগকারী প্রদীপ বিজলী বলেন রাজ্যের মধ্যে পেশাল তফসিল জাতি অন্তর্ভুক্ত এই হলদিয়া বিধানসভা। কিন্তু এই বিধানসভা এলাকার তফসিল ভুক্ত ছেলেমেয়েরা তারা সবদিক থেকেই বঞ্চিত আমি চাই এই এলাকার ছেলেমেয়েরা যেমন কাজ পাবে ঠিক তেমনি ভাবে যোগ্য ব্যাক্তি যাতে কাজের সুযোগ সুবিধা পায়। তাই জন্যই আমি আবেদন করেছিলাম।
No comments