আলোর উৎসবে বিদ্যালয় আলোকিত সুতাহাটা শিমুল বেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৬৪ সালে।স্কুলের বহু ছাত্র-ছাত্রী এখন দেশ-বিদেশ বিভিন্ন সরকারি কাজে যুক্ত রয়েছেন। দেখতে প্রায় ৬১ তম বর্ষের পদার্পণ করলো এই বিদ্যাপীঠ। …
আলোর উৎসবে বিদ্যালয় আলোকিত সুতাহাটা শিমুল বেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৬৪ সালে।
স্কুলের বহু ছাত্র-ছাত্রী এখন দেশ-বিদেশ বিভিন্ন সরকারি কাজে যুক্ত রয়েছেন। দেখতে প্রায় ৬১ তম বর্ষের পদার্পণ করলো এই বিদ্যাপীঠ। স্কুলের পরিচালন কমিটি স্কুল শিক্ষক-শিক্ষিকা এবং শুভানুধ্যায়ী ছাত্র-ছাত্রীদের প্রচেষ্টায় আলোর উৎসবে পুরো স্কুল প্রাঙ্গণকে আলোকিত করা হলো।
৬০ বছর ধরে যে বিদ্যালয় এলাকার অগণিত ছাত্রছাত্রীদের মনে জ্ঞানের আলো জ্বালিয়েছে উৎসবের দিনগুলিতে সেই বিদ্যালয় অন্ধকারের নিমজ্জিত থাকে। সেই বিদ্যালয়কে আলোকিত করার উদ্দেশ্যে প্রাক্তন স্টুডেন্ট শুভানুধ্যায়ী শিক্ষক-শিক্ষিকা সকলের প্রচেষ্টা ২৫ হাজার প্রদীপ ও ২০ হাজার মোমবাতির জ্বালানোর উদ্যোগ বিদ্যালয় আলোকিত করা হলো। প্রত্যেকেই ব্যক্তিগত ছকে বাধা জীবন থেকে বেরিয়ে সবাই মিলিত হয়ে আনন্দ ভাগ করে নিতে চায় এই দিনটির মধ্য থেকে। বিদ্যালয় যেমন জ্ঞানের আলো সবাইকে দেয় তেমনি পরিবেশকে দূষণ বাঁচাতে গেলে শব্দবাজি ও বায়ুদূষণ বাজি পরিবেশ থেকে দূর করতে হবে এই বার্তা দেয় শিমুল বেড্যা যোগেন্দ্র বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। সকলকে দীপাবলি শুভেচ্ছা বার্তা দিয়েছেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সমর সিনহা।

No comments