শারদীয় তিতীর্ষু প্রকাশ
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে প্রকাশিত হল তিতীর্ষু শারদীয় ২০২৫।হলদিয়া টাউনশিপ নদীর ধারে লিটল ম্যাগাজিন নিয়ে আলোচনা অংশ গ্রহণ করেন কবি মধুসূদন ঘাটী, মানস মণ্ডল, লক্ষ্মীকান্ত সামন্ত,আরিফ ইকবাল খান, প্রাণনাথ …
শারদীয় তিতীর্ষু প্রকাশ
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে প্রকাশিত হল তিতীর্ষু শারদীয় ২০২৫।হলদিয়া টাউনশিপ নদীর ধারে লিটল ম্যাগাজিন নিয়ে আলোচনা অংশ গ্রহণ করেন কবি মধুসূদন ঘাটী, মানস মণ্ডল, লক্ষ্মীকান্ত সামন্ত,আরিফ ইকবাল খান, প্রাণনাথ শেঠ,আবু রাইহান প্রমুখ। পৃথিবীর এ এক দুঃ সময়! যুদ্ধ, হানাহানি, মারণাস্থের হুমকি প্রায় সারা বিশ্বজুড়ে! অর্থনৈতিক বিন্যাসের বৈষম্য প্রকট থেকে প্রকটতর হচ্ছে। ধর্মীয় মৌলবাদ ও দুর্নীতি আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে লিটল ম্যাগাজিনের দায়িত্ব ও গুরুত্ব অনস্বীকার্য। তিতীর্ষু এবারের লেখক তালিকায় গুরুত্বপূর্ণ কিছু লেখায় সমৃদ্ধ হয়েছে। বিশিষ্ট লেখক জ্যোতির্ময় দাশ,ক্ষিতীশ সাঁতরা,আরিফ ইকবাল খান, সাধনকুমার হালদার,হাসানআল আব্দুল্লাহর প্রবন্ধ, ছোট গল্প নিত্যরঞ্জন দেবনাথ, রামকিশোর ভট্টাচার্য, নরেশ জানা প্রমুখের কলম তিতীর্ষু কে সমৃদ্ধ করেছে। কবিতায় কবি রমা ঘোষ,দীপক রায়,সন্তোষকুমার মাজী,প্রাণজি বসাক,আশিস মিশ্র,মৃণালকান্ত দাশ,প্রশান্ত ভট্টাচার্য, কানাইলাল জানা,মল্লিনাথ চট্টোপাধ্যায়, ননীগোপাল মণ্ডল, পার্থজিৎ চন্দের কবিতা স্থান পেয়েছে।

No comments