Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সহ ১৮ জন অফিসার বদলি!

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সহ ১৮ জন অফিসার বদলি!সোমবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সহ অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের ব্যাপক রদবদল হল। নতুন জেলাশাসক হলেন ইউনিস রিসিন ইসমাইল। ২০১৪সালের ওই আইএএস অফিসার এর আগে স্বাস্থ্যদপ…

 



পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সহ ১৮ জন অফিসার বদলি!

সোমবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক সহ অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের ব্যাপক রদবদল হল। নতুন জেলাশাসক হলেন ইউনিস রিসিন ইসমাইল। ২০১৪সালের ওই আইএএস অফিসার এর আগে স্বাস্থ্যদপ্তরের স্পেশাল সেক্রেটারি ছিলেন। পূর্ণেন্দু মাজী রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের স্পেশাল সেক্রেটারি পদে বদলি হয়েছেন। একইসঙ্গে বদলি হয়েছেন হলদিয়া উন্নয়ন পর্যদের (এইচডিএ) সিইও কোন্থাম সুধীর। তিনি পুরুলিয়ার জেলাশাসক হয়েছেন।

বদলি হয়েছেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায় ও অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) অনির্বাণ কোলে। সৌভিকবাবু বীরভূমের এডিএম এবং অনির্বাণবাবু রাজ্য পরিবহণ দপ্তরের যুগ্ম সচিব হয়েছেন। মাদ্রাসা বিষয়ক ও সংখ্যালঘু দপ্তরের জেনারেল ম্যানেজার তানিয়া পারভিন এবং উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক মানস মণ্ডল পূর্ব মেদিনীপুর এডিএম হিসেবে যোগ দেবেন। হলদিয়া এবং এগরার দুই মহকুমা শাসকও বদলি হয়েছেন। হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় ঘাটালের মহকুমা শাসক হয়েছেন। এগরার মহকুমা শাসক মনজিৎ কুমার বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক হয়েছেন।

এছাড়াও ২৫টি ব্লকের মধ্যে এদিনই ১২জন বিডিও বদলি হয়েছেন। এক সপ্তাহ আগে নন্দীগ্রাম-১ ও ২ বিডিও বদলি হয়েছেন। সোমবার আরও ১২জন বিডিওকে বদলি করল নবান্ন। বদলি তালিকায় রামনগর-১ ও ২, ময়না, পাঁশকুড়া ছাড়াও শহিদ মাতঙ্গিনী, সুতাহাটা, ভগবানপুর-১ ও ২ ব্লকের বিডিওরা আছেন। এছাড়াও দেশপ্রাণ, চণ্ডীপুর, খেজুরি-২, এগরা-২ বিডিও বদলি হয়েছেন। বিডিওরা ভোটের কাজে অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) হিসেবে কাজ করছেন। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই তাঁরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) হবেন। জানা গিয়েছে, রামনগর-২ বিডিও হচ্ছেন কৃষ্ণকান্ত মণ্ডল। ময়নার বিডিও হচ্ছেন জগন্নাথ বিশ্বাস। এছাড়া, ভগবানপুর-১ ব্লকে অর্ণব আচার্য, সুতাহাটায় সৌমিত্র মুদি, ভগবানপুর-২ ব্লকে শুভদীপ চট্টোপাধ্যায়, রামনগর-১ ব্লকে কুন্তল চট্টোপাধ্যায় বিডিও হচ্ছেন। এগরা-২ ব্লকে সঙ্কলিতা চন্দ্র, খেজুরি-২ব্লকে অনির্বাণ সাহা, দেশপ্রাণ ব্লকে অরুণ পাত্র, চণ্ডীপুরে কল্লোল সরকার, শহিদ মাতঙ্গিনী ব্লকে সুজিতকুমার বিশ্বাস বিডিও হিসেবে যোগ দিচ্ছেন।

জেলাশাসক থেকে বিডিওস্তরে এত ব্যাপক রদবদল সাম্প্রতিক সময়ে হয়নি। তাই পুজোর ছুটির মধ্যেই সোমবার ওই রদবদল ঘিরে প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে যায়।

No comments