Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার এসডিও এর পরিবর্তন!

হলদিয়ার এসডিও এর পরিবর্তন!সারা রাজ্যের ডিএম এবং এসডিও পরিবর্তন পালাতে এবার হলদিয়ার এসডিও সুপ্রভাত চ্যাটার্জী পরিবর্তন হয়ে নতুন এসডিও হলেন তীর্থঙ্কর বিশ্বাস। সুপ্রভাত চ্যাটার্জি হলো দীর্ঘ প্রায় চার বছর এসডিও ছিলেন এবং তারই সাথ…

 

হলদিয়ার এসডিও এর পরিবর্তন!

সারা রাজ্যের ডিএম এবং এসডিও পরিবর্তন পালাতে এবার হলদিয়ার এসডিও সুপ্রভাত চ্যাটার্জী পরিবর্তন হয়ে নতুন এসডিও হলেন তীর্থঙ্কর বিশ্বাস। সুপ্রভাত চ্যাটার্জি হলো দীর্ঘ প্রায় চার বছর এসডিও ছিলেন এবং তারই সাথে প্রায় সাড়ে তিন বছর হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক হিসেবে কাজ করেছিলেন। অবশেষে আজ ২৭শে অক্টোবর এক সার্কুলার জারি হল জেলা ডিএম এ ডি এম তার সাথে এসডিও পরিবর্তন। কি বলছেন হলদিয়ার পৌরসভা দেখতে দেখতে প্রায় সাড়ে তিনটি বছর কেটে গেল জনপ্রতিনিধি শূন্য ছিল উন্নয়ন সে ধরনের উন্নয়ন হয়নি। কিন্তু কোষাগারে কোটি কোটি টাকা জমা রয়েছে। এবার হয়তো জনপ্রতিনিধি নির্বাচন হবে বহু উন্নয়ন ব্যাঘাত ঘটেছে সরলীকরণের মধ্য দিয়ে পৌর এলাকার উন্নয়ন হবে কারণ আগামী বছর আর কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন আর তার আগেই রাজ্য সরকার হয়তো নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে এলাকার উন্নয়নের প্রসার ঘটাবে প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মন্ডল জানান আমরা দলের কর্মী দল যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের কার্যকরী করতে হবে। তবে  হলদিয়ার মানুষের ক্ষেত্রে উন্নয়নের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বিধায়িকা তাপসী মণ্ডল বলেন সরকার যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী করা হবে।

No comments