Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে সংকটমোচন কমিটি উদ্যোগে পালিত হল ছটপুজা!

হলদিয়াতে সংকটমোচন কমিটি উদ্যোগে পালিত হল ছটপুজা!             হলদিয়া সংকটমোচন মন্দিরের পক্ষ থেকে পালিত হলো হলদিয়া আইটিআই কলেজ মাঠে ছট পুজো। পুজো কমিটির অন্যতম নেতৃত্ব  অজয় সিং তিনি বলেন ছট পূজা হল সূর্য এবং তার স্ত্রী উষা দেবী…

 




হলদিয়াতে সংকটমোচন কমিটি উদ্যোগে পালিত হল ছটপুজা!

             হলদিয়া সংকটমোচন মন্দিরের পক্ষ থেকে পালিত হলো হলদিয়া আইটিআই কলেজ মাঠে ছট পুজো।

 পুজো কমিটির অন্যতম নেতৃত্ব  অজয় সিং তিনি বলেন ছট পূজা হল সূর্য এবং তার স্ত্রী উষা দেবীর পূজা। তবে ছট পূজার মধ্যে দিয়ে মূলত সূর্য দেবের উপাসনা করা হয়। প্রতিবছর কার্তিক মাসের শুক্ল তিথিতে চতুর্দশীর দিন (কালীপুজোর ০৬ দিন পর) থেকে সপ্তমী পর্যন্ত মোট চার দিন ধরে ছট পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া চৈত্র মাসে একই নিয়মে আরো একবার ছট পূজা হয়। কার্তিক মাসের ছট পূজাকে কার্তিক ছট এবং চৈত্র মাসের ছট পূজাকে চৈতি ছট বলা হয়। 

সংকটমোচন মন্দিরের উদ্যোগে ছট পুজোর কেন্দ্র করে হলদিয়া আইটিআই মাঠে পূজোর ব্যবস্থা করা হয়। উদ্বোধনী মঞ্চে এলাকা দুস্থ প্রায় পাঁচ শতাধিক পুরুষ এবং মহিলাদের হাতে শীতবস্ত্র ও কাপড় তাদের হাতে তুলে দেওয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন হলদিয়া বিধায়ক তাপসী মন্ডল প্রাক্তন কাউন্সিলরদ্বয়। ছিলেন পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মন্ডল সংকটমোচন কমিটির সকল সদস্য সদস্যাবৃন্দ আজ প্রায় তিন হাজার পরিবার এই ছট পুজোর অনুষ্ঠানে যোগদান করলেন। 




No comments