Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় ছট পুজোয় এবার নজর কেড়েছে!

হলদিয়ায় ছট পুজোয় এবার নজর কেড়েছে!দুর্গাপূজা কালীপুজোর শেষে এবার ছট পুজোয় আনন্দে মেতে উঠলো হলদিয়া। সোমবার হলদিয়ার একাধিক ঘাটে ছট ব্রতিরা পুজো দেন এর মধ্যে অন্যতম হলদিয়া আইটিআই কলেজ সংলগ্ন জলাশয় ছট ব্রতিরা পূজো দিলেন। হলদি…

 


হলদিয়ায় ছট পুজোয় এবার নজর কেড়েছে!

দুর্গাপূজা কালীপুজোর শেষে এবার ছট পুজোয় আনন্দে মেতে উঠলো হলদিয়া। সোমবার হলদিয়ার একাধিক ঘাটে ছট ব্রতিরা পুজো দেন এর মধ্যে অন্যতম হলদিয়া আইটিআই কলেজ সংলগ্ন জলাশয় ছট ব্রতিরা পূজো দিলেন। হলদিয়া এলাকায় ছট ব্রতিরা তিনটি জায়গায় সূর্য অর্ঘ্যদেবার ব্যবস্থা গ্রহণ করেন। হলদিয়া বাসুদেবপুর সেবা সমিতি হলদিয়া সংকটমোচন মন্দির কমিটি এবং টাউনশিপ কৃষ্ণাজুন ঘাটে ছট ব্রতিরা পুজো দিলেন। সোমবার সূর্যাস্তের সময় আরতি এবং পূজা পার্বণ দেখার জন্য হিন্দিভাষী মানুষের সাথে সাথে বাঙালিরাও এই উৎসবে মেতে উঠেন।শিল্পশহর হলদিয়া আইটিআই কলেজ সংলগ্ন পুষ্করনী ঘাটে ছট পুজোয় পূনার্থীদের ভিড়।হিন্দি ভাষীদের পাশাপাশি শিল্প শহরের বিভিন্ন  মানুষ ছট পুজোয় আনন্দে সামিল হয়েছেন। সোমবার শিল্পশহর হলদিয়া হুগলি এবং হলদী নদীর ঘাটে পাশাপাশি বিভিন্ন জলাশয় ঘাটে অস্তগামী সূর্যকে অর্ঘ নিবেদন করা হয়।সংকটমোচন পুজো কমিটির অন্যতম সদস্য অজয় সিংও রঞ্জন প্রধান বলেন বহু হিন্দি ভাষাভাষী মানুষের সাথে সাথেই বাঙালিরাও এই ছট পুজোয় আনন্দে মেতে উঠেছেন মঙ্গলবার সকালে সূর্যকে অর্ঘ দিয়ে ছট ব্রতিরা বাড়ি ফিরলেন এবং রাস্তা ভক্তদের প্রসাদ বিতরণ করলেন। শিল্প শহর  হলদিয়া আইটিআই কলেজ সংলগ্ন জলাশয়ে  স্নানের ঘাট ছোট হয়েছে । আরও বৃহৎ করার জন্য ছট ব্রতিরা আবেদন করলেন সংকট মোচন মন্দির কমিটির কাছে।


No comments