Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গান্ধী জয়ন্তী উদযাপন,স্বচ্ছ ভারত অভিযান,বৃক্ষ রোপন কর্মসূচি

গান্ধী জয়ন্তী উদযাপন,স্বচ্ছ ভারত অভিযান,বৃক্ষ রোপন কর্মসূচি

আজ বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট এর উদ্যোগে বরদা রেলস্টেশন এবং কলেজ ক্যাম্পাস এ যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো গান্ধী জয়ন্তী।প্রথমে গান্ধীজির প্রতিকৃত…

 




গান্ধী জয়ন্তী উদযাপন,স্বচ্ছ ভারত অভিযান,বৃক্ষ রোপন কর্মসূচি



আজ বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট এর উদ্যোগে বরদা রেলস্টেশন এবং কলেজ ক্যাম্পাস এ যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো গান্ধী জয়ন্তী।প্রথমে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন কলেজ এর অধ্যক্ষ ড.মানবেন্দ্র সাহু মহাশয় ,বরদা রেলস্টেশন এর স্টেশন ম্যানেজার পার্থ প্রতীম চ্যাটার্জী মহাশয়,যোগা প্রশিক্ষক সুব্রত কlলসা প্রমুখ।এরপর NSS volunteer  দেশাত্মবোধক নাচ,গান ইত্যাদি পরিবেশন করে।এরপর বরদা রেলস্টেশন এ স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করা হয়।বরদা রেল স্টেশন এ  বৃক্ষরোপণ এর ব্যবস্থা করা হয়।কলেজ ক্যাম্পাস এ গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করেন অধ্যক্ষ মহোদয়।সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা করেন NSS ইউনিট 4এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা মহাশয়।

No comments